নিজস্ব প্রতিবেদক : কর্মব্যস্ত পিবিআই সদস্যদের স্বস্তির জন্য স্বল্প পরিসরে বার্ষিক বনভোজন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। ঢাকার অদূরে গাজীপুরের পূবাইল রির্সোট ক্লাব,পূবাইল,গাজীপুরে শুক্রবার ৩ ফেব্রুয়ারি, দিনভর আড্ডা, সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফেল ড্রসহ বিভিন্ন আনন্দ-উল্লাসে চলে বনভোজন।
পিবিআই ঊর্ধ্বতন কর্মকর্তাগণ পরিবার-পরিজন নিয়ে এ বনভোজনে অংশগ্রহণ করেন।
বনভোজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিবিআই প্রধান অ্যাডিশনাল আইজিপি বনজ কুমার মজুমদার, বিপিএম(বার), পিপিএম। তাঁর সহধর্মিণী ডাঃ জয়া মল্লিক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানকে আরও সাফল্যমন্ডিত করেন।
সারাদিন বিভিন্ন অনুষ্ঠান বিশেষত: সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফল ড্র ও পুরস্কার বিতরণী পর্ব ছিল বনভোজনে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ডাঃ জয়া মল্লিক বিজয়ীদের মধ্যে বিভিন্ন পুরস্কার সামগ্রী তুলে দেন।
বনভোজনে পিবিআই এর ডিআইজি (পূর্বাঞ্চল) মোর্শেদুল আনোয়ার খান, ডিআইজি (পশ্চিমাঞ্চল) মিরাজ উদ্দিন আহম্মেদ, বিপিএম, পিপিএম সহ পিবিআই হেডকোয়ার্টার্স এর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ ঢাকার আশ-পাশের পিবিআইয়ের পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার গণ স্বপরিবারে উপস্থিত ছিলেন।
