নিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগরীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ২৮ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা।
আটককৃতদের কাছ থেকে ২৫৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১২০ গ্রাম ১৬ পুরিয়া হেরোইন, ২৪০ গ্রাম গাঁজা, ১৪ বোতল ফেন্সিডিল, ১৬ লিটার দেশী মদ ও ২০টি ইনজেকশন উদ্ধার করা হয়।
ডিএমপি সূত্রে এই তথ্য নিশ্চত হওয়া গেছে। রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। এদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৯টি মামলা হয়েছে।