নিজস্ব প্রতিনিধি : মঙ্গলবার ১৪ ফেব্রুয়ারি, ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মাহমুদুল হাসান কর্তৃক তজুমদ্দিন উপজেলার কালিবাজার ও হাসপাতাল রোডে বাজার তদারকি মূলক অভিযান পরিচালিতহয়।
এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের অপরাধে ৪ টি প্রতিষ্ঠানকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভোক্তা অধিকার আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় জরিমানা করা হয়।
বাজার তদারকি অভিযান পরিচালনা কালে বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।
জনস্বার্থে মাইকিং করে উপস্থিত ব্যবসায়ীদের সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে চিনি সয়াবিন তেল ও অন্যান্য পণ্য বিক্রয়, মূল্যতালিকা প্রদর্শন, ক্রয়ভাউচার প্রদর্শন, দ্রব্যমূল্যের অযৌক্তিক মূল্যবৃদ্ধি থেকে বিরত জন্য অনুরোধ করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মাহমুদুল হাসান আজকের দেশ ডটকম কে জানান, জাতীয় ও জনস্বার্থে এধরণের বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে এটা একটা চলমান প্রক্রিয়া।