চাঞ্চল্যকর রুবেল হত্যা মামলার ঠিকানা বিহীন আসামী বাপ্পি গ্রেফতার

Uncategorized আইন ও আদালত


নিজস্ব প্রতিবেদক : অবৈধ চাঁদার দাবীতে কেরানীগঞ্জে চাঞ্চল্যকর রুবেল হত্যাকান্ডে জড়িত আসামী বাপ্পি (২৫) কে গ্রেফতার করেছে পিবিআই ঢাকা জেলা, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।

জানা গেছে, গত ১৫ ফেব্রুয়ারী, রাত ৩ টায় তাকে গ্রেফতার করা হয়। আসামি বাপ্পি পেশাদার ছিনতাইকারী দলের একজন সক্রিয় সদস্য।
সে ফুটপাতের দোকানদারদের কাছ থেকে চাঁদা আদায় করতে সংঘবদ্ধ হয়ে ভয় দেখাত এবং প্রয়োজনে অস্ত্রের মুখে জিম্মি করত।

ভিকটিম রুবেল খান স্বপরিবারে কেরানীগঞ্জের পূর্ব বন্ধ ডাকপাড়া এলাকায় বসবাস করত এবং ব্যাটারী চালিত অটোরিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করত।

জনৈক মোবারক (২৮) ও ভিকটিমের ছোট ভাই শাহিন (২৫) যৌথভাবে ভিকটিম রুবেলদের বাসার সামনে বাচ্চাদের খেলনার দোকান দেয়।

গত ১ মে ২০২২ সালে সন্ধ্যা অনুমান ৬ টার সময় আসামী বাপ্পী, মাসুদ ও ইমন হাওলাদারগণ মোবারক (২৮) ও ভিকটিমের ছোট ভাই শাহিন এর কাছে ২০,০০০ (বিশ হাজার) টাকা দাবী করে বিভিন্ন হুমকি প্রদান করলে উভয় পক্ষের মধ্যে ঝগড়া বিবাদের সৃষ্টি হয়।
তখন ভিকটিম মোঃ রুবেল সেখানে উপস্থিত হয়ে সেখান থেকে আসামী বাপ্পী, মাসুদ ও ইমন হাওলাদারদের সরিয়ে দেয়।

ঘটনার দিন গত ২ মে ২০২২ সালের রাত অনুমান সাড়ে ১২ টার সময় ভিকটিম রুবেল বাসা হতে দোকানের উদ্দেশে বের হয়।

দোকানে যাওয়ার পথে আবুল সর্দারের গলিতে আসামী বাপ্পী, ইমন, রাজিব, রকি, পাপ্পু, মাসুদ, সহ আজ্ঞতনামা আসামীরা পূর্ব শত্রুতার জের ধরে মোবারককে মারপিট করতেছে দেখে ভিকটিম রুবেল মোবারককে বাঁচাতে এগিয়ে যায়।

তখন আসামী বাপ্পী, ইমন, রাজিব, রকি, পাপ্পু, মাসুদ, সহ আজ্ঞতনামা আসামীরা রুবেল এবং মোবারককে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে আহত করে। তাদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে গেলে আসামীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

আহত অবস্থায় ভিকটিম রুবেল ও মোবারককে চিকিৎসার জন্য দ্রুত স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার ভিকটিম রুবেলকে মৃত ঘোষনা করে এবং জখমী মোবারক স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা গ্রহন করে।

পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি বনজ কুমার মজুমদার, বিপিএম (বার), পিপিএম এর সঠিক দিক নির্দেশনায় ও ঢাকা জেলার পুলিশ সুপার মীর মোঃ শাফিন মাহমুদ এর তত্ত্বাবধানে মামলার তদন্তকারী অফিসার এসআই বিশ্বজিৎ বিশ্বাস ঘটনার সাথে জড়িত ঠিকানা বিহীন আসামী মোঃ বাপ্পি (২৫) কে গত ১৫ ফেব্রুয়ারী, রাত সাড়ে ৩ টায় ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানা এলাকার আগানগর ইস্পাহানি এলাকা থেকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামী বাপ্পি জানায়, তার নামঃ মোঃ বাপ্পি (২৫), পিতা-মৃত রফিকুল ইসলাম, মাতা- মনোয়ারা বেগম, সাং- কাটালিয়া, গোসনতারা, থানা-কাউখালি, জেলা- পিরোজপুর। তাকে আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *