মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের পারমল্লিকপুর গ্রামের পশ্চিম পাশে পারমল্লিকপুর- নোয়াপাড়া মাঠের মধ্যে সরকারি অনুমতি ছাড়া অবৈধ কয়লার ভাটা গড়ে তুলে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির অভিযোগ উঠেছে। সরোজমিন গিয়ে দেখা যায়,ওই অবৈধ ভাটার চারিদিকে ফসলি জমি,তার মধ্য অসাধু ব্যাবসায়ী নড়াইল সদর থানার বাশগ্রাম ইউনিয়নে শালিখা গ্রামের সালাম শেখের ছেলে লাবলু শেখ গড়ে তুলেছেন অবৈধ কয়লা ভাটা। এই ভাটায় ৬ টি চুলা আছে প্রতি চুলা থেকে ৫০ থেকে ৬০ মন কয়লা পাওয়া যাবে বলে জানান,ওই ভাটার মিস্তিরি লাবলু কাজি। তাহলে ঐ ভাটা থেকে ৬ থেকে ৮ দিন পর পর ৩০০ মন কয়লা উৎপাদন করে ঢাকায় চড়া দামে বিক্রি করছে অবৈধ ভাটা’র মালিক লাবলু শেখ। ভাটা এলাকায় গেলে ধৌয়ায় শ্বাস বন্ধ হয়ে আসে এবং কেমন একটা দূর্গন্ধ ছড়াচ্ছে। কয়লা ভাটা’র মালিক লাবু শেখের সাথে কথা হলে তিনি বলেন,এই কয়লা ভাটা করতে আমার কোন অনুমতি লাগেনা,আপনাদের যা মনচাই তাই লিখে দেন,আমি আওয়ামী-লীগ করি। এব্যাপারে নড়াইল জেলার পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক কামাল মেহেদি’র সাথে মুঠোফোনে কথা হলে তিনি সাংবাদিকদের বলেন,আমি এই বিষয়ে সাংবাদিকদের কাছ থেকে শুনেছি এবং আমরা অতিসত্বর আইনগত ব্যবস্থা নিব বলেও জানান।