নিজস্ব প্রতিনিধি : জেলা প্রশাসক সাতক্ষীরা মহোদয়ের সার্বিক নির্দেশনায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, সাতক্ষীরা কর্তৃক সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার গাজীরহাট বাজারে চিংড়ি মাছে জেলি সহ অন্যান্য অপদ্রব্য পুশ বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা কালে চিংড়ি ব্যবসায়ী সাইফুল ইসলামের চিংড়ি প্রক্রিয়াকরণ আড়তে চিংড়ি মাছে অপদ্রব্য পুশ করার প্রস্তুতি কালে পুশ করার কাজে ব্যবহার সিরিঞ্জ, জেলী সহ প্রায় ৩৮ কেজি চিংড়ি জব্দ করা হয়। উল্লেখ্য যে, অভিযানিক টিমের উপস্থিত টের পেয়ে সাইফুল ইসলাম আগেই কৌশলে পালিয়ে যায়।
চিংড়ি মাছগুলো দ্রুত পচনশীল হওয়ায় পরবর্তীতে বাজার কমিটির উপস্থিতিতে অপদ্রব্য পুশ বিহীন এবং খাওয়ার উপযোগী চিংড়ি সরকারি কোষাগারে জমা প্রদানের উদ্দেশ্যে জনসমক্ষে নিলামের মাধ্যমে ১৮৫০০ টাকায় বিক্রি করা হয় এবং আড়ৎ সাময়িক সিলগালা করা হয়।
