নিজস্ব প্রতিনিধি ঃ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যশোর জেলা কার্যলয়ের মাদক বিরোধী বিশেষ অভিযানে ১০১ বোতল ফেন্সিডিল সহ কোতোয়ালী থানাধীন ষষ্ঠীতলা বুনোপাড়া এলাকা থেকে ১ জন মাদক ব্যাবসায়ী কে গ্রেফতার করা হয়েছে, গ্রেফতার কৃত মাদক ব্যাবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।
জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, যশোর এর উপ-পরিচালক হুমায়ুন কবির খন্দকার এর সার্বিক তত্ত্বাবধানে উপ-পরিদর্শক জনাব সৈয়দ নুর মোহাম্মদ এর নেতৃত্বে একটি টিম যশোর কোতোয়ালী থানাধীন ষষ্ঠীতলা বুনোপাড়া’য় হোল্ডিং নং ৫১ আসামীর বসতঘরে অভিযানে আসামী মোঃ আলী রেজা তরফদার (৪১) কে ১০১ (একশত এক) বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করে।
এ বিষয়ে কোতোয়ালী থানায় উপ-পরিদর্শক সৈয়দ নুর মোহাম্মদ বাদী হয়ে মামলা দায়ের করেন।
গ্রেফতার কৃত আসামীর নাম ও ঠিকানা যথাক্রমে, মোঃ আলী রেজা তরফদার (৪১) পিতাঃ মোঃ আবু জাফর তরফদার, মাতাঃ মোঃ জাহানারা তরফদার, সাংঃ হোল্ডিং নং – ৫১, ষষ্ঠীতলা বুনোপাড়া, থানাঃ কোতোয়ালী, জেলাঃ যশোর।
