ওবায়দুল হক খান : অগ্নিঝরা মার্চের প্রথম প্রহরে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের স্মরণে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু’র নেতৃত্বে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনে মোমবাতি প্রজ্জ্বলন ও শ্রদ্ধা নিবেদন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি কাজী শহিদুল্লাহ লিটন, মুজিবুর রহমান স্বপন, কাজী মোয়াজ্জেম হোসেন, অ্যাড. কাজী শাহানারা ইয়াসমিন, আনোয়ারুল আজিম সাদেক, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল সায়েম, কৃষিবিদ আ ফ ম মাহবুবুল হাসান মাহবুব, শাহ্জালাল মুকুল, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক ওবায়দুল হক খান, প্রতিবন্ধী উন্নয়ন বিষয়ক সম্পাদক আনোয়ার পারভেজ টিংকু, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইসহাক মিয়া ও দক্ষিণ সভাপতি কামরুল হাসান রিপনসহ কেন্দ্রীয়, ঢাকা মহানগর ও এর অন্তর্গত থানা ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতাকর্মী।