নিজস্ব প্রতিনিধি ঃ গতকাল রবিবার ১৩ মার্চ দুপুর ১২ টায় মুন্সীগঞ্জ সদর উপজেলার ঢালিবাড়ি বাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক বাজার তদারকি অভিযান কার্যক্রম করা হয়।
রুবেল ট্রেডার্স মনিটরিং কালে দেখা যায় যে, প্যাকেট জাত পন্য সামগ্রীতে মেয়াদ, খুচরা মূল্য লিখা না থাকার অপরাধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারায় ৩০০০ হাজার টাকা জরিমানা করা হয়।
সাফিয়া এন্টারপ্রাইজে মনিটরিং কালে দেখা যায় যে, এল পি গ্যাস সিলিন্ডার এর মূল্য তালিকা প্রদর্শন করা হচ্ছে না ও ক্রয় বিক্রয়ের রশিদ সংরক্ষণ করা হচ্ছে না সাফিয়া এন্টারপ্রাইজকে ৪৫ ধারায় ১০,০০০ হাজার টাকা জরিমান করা হয় এবং সংশোধন হবার জন্য নির্দেশ দেয়া হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক মো: আব্দুস সালাম।
মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের একটি টিম ও সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ জামাল উদ্দিন মোল্লা অভিযানে সহযোগিতা করেন।
