বিনোদন প্রতিবেদক : ঈদে আসছে। চয়নিকা চৌধুরী পরিচালিত “কাগজের বউ” নামক সিনেমাটি এসজি প্রোডাকশন এর ব্যানারে নির্মিত এই সিনেমায় প্রধান চরিত্রে দেখা যাবে আলোচিত ও সমালোচিত নায়িকা পরি মনি এবং সুপর স্টার ডি এ তায়েব।
বিশিষ্ট নাট্যকার ও সিনেমা প্রযোজক মাহবুবা শাহরিন।
এই মুুভিতে অভিনয় করেছেন বর্তমান সময়ে আলোচিত অভিনেতা ও অভিনেত্রীরা।
সামাজিক গল্পের সিনেমা পরিবারের ছোট বড় সবাই এক সাথে বসে দেখা যাবে কাগজের বউ সিনেমাটি।
এই মুভিতে অভিনয় করছেন মিডিয়া জগতের সবচেয়ে ভালো মানুষ মানবতার মানবিক যুবরাজ চিত্রনায়ক সুপার স্টার ডি এ তায়েব চিত্রনায়ক ইমন ও পরী মণি।
আরও অনেক সিনিয়র আটিসকে দেখা যাবে এই মুভিতে। আশা করি সবার ভালো লাগবে কাগজের বউ সিনেমাটি।