নিজস্ব প্রতিবেদক : প্রবল বৃষ্টি ও ঝোড়ো বাতাসের মধ্য দিয়ে ঘূর্ণিঝড় ‘বুলবুল’ রোববার দেশের দক্ষিণ উপকূলে আঘাত হানে। এ সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ৭০ কিলোমিটার।
ঝড়ের তান্ডবে বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চলের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। ক্ষতিগ্রস্ত দক্ষিণ জনপদের বিদ্যুৎ সরবরাহ লাইন এখনও পুরোপুরি মেরামত করা যায়নি। পাঁচ দিন ধরে বিদ্যুৎহীন দিন পার করছেন বরিশাল, পিরোজপুর ও বাগেরহাটের আড়াই লাখ গ্রাহক।
প্রতি পরিবারের সদস্য সংখ্যা হিসাব করলে দুর্ভোগে থাকা মানুষের সংখ্যা দাঁড়াবে গ্রাহক সংখ্যার চার থেকে পাঁচগুণ বেশি।
পল্লী বিদ্যুতায়ন বোর্ড বলছে, এসব জেলায় সঞ্চালন লাইন মেরামতের কাজে নিয়োজিত আছে তাদের কয়েক হাজার কর্মী। তারপরও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক করতে আরও কয়েকদিন লেগে যেতে পারে।
বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জিএম একরামুল হক জানান, ঝড়ে তার জেলার প্রায় ৪০০ খুঁটি ভেঙে গেছে। বিভিন্ন জায়গায় ৩৩ কেভির লাইন ছিঁড়ে গেছে। জরুরি ভিত্তিতে কিছু সংযোগ দেওয়া হয়েছে, আরও কিছু সংযোগ দেওয়ার বাকি।