নিজস্ব প্রতিনিধি ঃ সিলেটে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২২ এপ্রিল, সকাল সাড়ে ৮ টায় সিলেট কেন্দ্রীয় শাহী ঈদগাহে এ জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবু হুরায়রা।
এছাড়া হজরত শাহজালাল মাজার প্রাঙ্গণে সকাল সাড়ে ৮ টায়, কুদরত উল্লাহ জামে মসজিদে সকাল সাড়ে ৭ টায় , সাড়ে ৮ টায় ও সাড়ে ৯ টায় এবং আলিয়া মাঠে সকাল ৮ টায় ঈদের জামাত শুরু হয়। এবার সিলেট জেলা ও মহানগরে মোট তিন হাজার ২৩টি মসজিদ ও ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
সিলেটের শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতে অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি, এসএমপি কমিশনার মোঃ ইলিয়াছ শরীফ, বিপিএম (বার) পিপিএম, সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। সবাই ঐক্যবদ্ধ হয়ে শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার জন্য পরম করুণাময়ের কাছে প্রার্থনা করেন।
পুলিশ কমিশনার এর নির্দেশক্রমে ঈদের জামায়াত ঘিরে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে সিলেট মেট্রোপলিটন পুলিশ।
জামাতে নিশ্ছিদ্র নিরাপত্তার জন্য ড্রোন ক্যামেরা, সিসিটিভি ক্যামেরা, সারভিলেন্স, মেটালডিটেক্টর, বোম ডিজপোজাল ইউনিট, সিআরটি পুলিশ, পোশাকধারী ও সাদা পোশাকধারী পুলিশ ডিউটিতে নিয়োজিত থাকে। এছাড়াও যানবাহন নিয়ন্ত্রণে এসএমপি ট্রাফিক বিভাগ অগ্রণী ভূমিকা পালন করে।
যানবাহন চলাচলে ও পার্কিং এর জন্য ট্রাফিক পুলিশের বিশেষ টিম দায়িত্ব পালন করে। পুলিশ কমিশনার এর যোগ্য নেতৃত্বে এসএমপি পুলিশের সকল উর্ধ্বতন কর্মকর্তা ও ফোর্সবৃন্দ সতর্কতার সাথে দায়িত্ব পালন করেন।