সেনাবাহিনীতে নতুন সংযোজিত Steel Ribbon Bridge (SRB) পরিদর্শন করেলেন সেনা প্রধান 

Uncategorized জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিশেষ প্রতিবেদন রাজশাহী

সেনাবাহিনীতে নতুন সংযোজিত Steel Ribbon Bridge (SRB) পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান এস এম শফিউদ্দিন আহমেদ।


বিজ্ঞাপন

 

নিজস্ব প্রতিবেদক :  সেনাবাহিনীতে নতুন সংযোজিত Steel Ribbon Bridge (SRB) পরিদর্শন করেলেন সেনাবাহিনী প্রধান এস এম শফিউদ্দিন আহমেদ।


বিজ্ঞাপন
সেনাবাহিনীতে নতুন সংযোজিত Steel Ribbon Bridge (SRB)।

গত সোমবার ১৭ জুলাই,  বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব ইঞ্জিনিয়ার্স এর বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৩  নাটোর জেলার কাদিরাবাদ সেনানিবাসের ইঞ্জিনিয়ার সেন্টার অ্যান্ড স্কুল অব মিলিটারি ইঞ্জিনিয়ারিং এ অনুষ্ঠিত হয়।সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।সেনাপ্রধান বাৎসরিক অধিনায়ক সম্মেলনে উপস্থিত কোর অব ইঞ্জিনিয়ার্স এর সকল অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশ্যে উদ্বোধনী বক্তব্য রাখেন।

বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব ইঞ্জিনিয়ার্স এর বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৩

এসময়, তিনি কোর অব ইঞ্জিনিয়ার্স এর গৌরবোজ্জ্বল ঐতিহ্য, দেশমাতৃকার সেবায় এই কোরের অবদানের কথা স্মরণ করেন এবং আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত থাকতে এই কোরের সকল সদস্যের প্রতি আহ্বান জানান।

পরে সেনাবাহিনী প্রধান কাদিরাবাদ সেনানিবাসের ইঞ্জিনিয়ার সেন্টার অ্যান্ড স্কুল অব মিলিটারি ইঞ্জিনিয়ারিং এ নতুন সংযোজিত Steel Ribbon Bridge (SRB) পরিদর্শন করেন।

বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরে যুক্ত হওয়া ন্যাটো স্টান্ডার্ড অত্যাধুনিক প্রযুক্তির ভাসমান ব্রিজগুলো দিয়ে যুদ্ধকালীন সময়ে দেশের কোন স্থানের ব্রিজ ক্ষতিগ্রস্ত হলে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের সদস্যগণ এসব মোবাইল ব্রিজ দ্বারা বড় ছোট যেকোন খরস্রোতা নদীতে অল্প সময়ের ভেতর ব্রিজ নির্মাণ করে যোগাযোগ ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করে সেনাবাহিনীর যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে পারে। (তথ্য সূত্র ও ছবি : ডিফেন্স রিসার্চ ফোরাম)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *