নিজস্ব প্রতিবেদক : গত দশ বছরে প্রায় সাড়ে পাঁচ লাখ প্রবাসী কর্মী ফিরে এলেও তাদের সঠিক কোনো ডাটাবেজ নেই। এছাড়া, ফিরে আসা কর্মীদের টেকসই পুনর্বাসনেও নেই কোন সঠিক উদ্যোগ। এ অবস্থায় নিরাপদ অভিবাসন ও ফিরে আসার পর কর্মীদের পুনর্বাসনে কার্যকর উদ্যোগ নেয়ার চিন্তাভাবনা করছে সরকার।
মঙ্গলবার সকালে রাজধানীর ব্র্যাক সেন্টারে, ব্র্যাক ও আইওএম-বাংলাদেশ আয়োজিত অভিবাসন বিষয়ক এক আলোচনা অনুষ্ঠানে অভিবাসন বিশেষজ্ঞ ও সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ কথা জানান। সভায়, আইওএম কর্মকর্তা ফিনিস জসি জানান, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ থেকে ফিরে আসা বাংলাদেশী কর্মীদের ডাটাবেজ তৈরিসহ পুনর্বাসনে নানাভাবে সহায়তা করে যাচ্ছে আইওএম।
প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, ড. আহমেদ মুনিরাস সালেহীন বলেন, নারীকর্মীসহ নানা কারণে বিদেশ থেকে ফিরে আসা কর্মীদের পূর্ণাঙ্গ ডাটাবেজ করার পাশাপাশি তাদেরকে সামাজিক ও অর্থনৈতিকভাবে পুনর্বাসনে উদ্যোগ নিয়েছে সরকার। ব্র্যাকের অভিবাসন বিষয়ক প্রধান শরীফুল হাসান বলেন, ফিরে আসা কর্মীদের সামাজিক ও আর্থিকভাবে এক করতে একটি জাতীয় সমন্বিত নীতিমালা দরকার।