স্পোটর্স ডেস্ক : পাকিস্তানের মাটিতে টি-২০ ম্যাচ খেলতে রাজি হলেও টেস্টে খেলতে চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) মিরপুর শেরে-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের এমন কথা বলেছেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন।
নাজমুল হাসান পাপন স্পষ্ট করে জানিয়েছেন, পাকিস্তানে আপাতত টেস্ট সিরিজ খেলতে যাবে না বাংলাদেশ। সরকারের বিভিন্ন সংস্থার কাছ থেকে নিরাপত্তার ব্যাপারে সবুজ সংকেত ও পাশাপাশি ক্রিকেটারদের মধ্যে কারা যাবে না যাবে, কেমন দল হবে এবং আমরা যদি একটা মোটামুটি শক্তিশালী দল গড়তে পারি তবেই টি-২০ সিরিজ খেলার প্রশ্ন।
তিনি আরো জানান, নিরাপত্তা ইস্যুতে আমরা সব খোঁজ খবর নিয়েছি। পাকিস্তানের নেয়া নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্দেহ নেই। আমাদের নারী দল গিয়েছে, ছেলেদের অনূর্ধ্ব-১৬ দল খেলে এসেছে, তাদের সঙ্গে কথা বলেছি। তারা কেউ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেনি। তবে সমস্যা অন্য জায়গায়। কোচিং স্টাফদের বড় অংশ না করে দিয়েছে। আর যারা যাবে কেউ লম্বা সময় ধরে পাকিস্তান থাকতে চাচ্ছে না।