জঙ্গিবাদ নির্মূলে যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে বাংলাদেশ: মনিরুল

অপরাধ আইন ও আদালত

নিজস্ব প্রতিবেদক : জঙ্গিবাদ নির্মূলে যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে বাংলাদেশে ভালো অবস্থানে এসেছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার এবং সিটিটিসি প্রধান মনিরুল ইসলাম।


বিজ্ঞাপন

বৃহস্পতিবার রাজধানীর ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটির আয়োজনে ‘উগ্রবাদ বিরোধী’ শিক্ষার্থী সংলাপ-২০১৯ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।


বিজ্ঞাপন

মনিরুল ইসলাম, হলি আর্টিজান হামলার পরে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে গেছে। জঙ্গিবাদের মূল টার্গেট ছাত্ররা। কারণ তাদের সহজে দলে ভেড়ানো যায়। বিশেষ করে তাদের মাথায় ধর্মের নানান অপব্যাখ্যা ঢুকিয়ে আক্রমণাত্মক করে তোলা হয়। আবার তাদেরকে দিয়ে মানুষ হত্যার নামে বিভিন্ন প্যাকেজের লোভ দেখানো হয়। ফলে সহজেই একজন শিক্ষার্থী জঙ্গিবাদে জড়িয়ে যাচ্ছে। আমরা এই বিষয়টি নিয়ে কাজ করছি।

টিটিটিসি প্রধান বলেন, ‘জঙ্গিবাদ বিষয়টি যেহেতু মননের তাই এটি জেল বা মেরে সমাধান করা যাবে না। তাই আমরা সচেতনতার পথ বেছে নিয়েছি। আর এই সচেতনতায় অংশ নিবে স্কুল, কলেজ এবং মাদ্রাসার শিক্ষার্থীরা।’

গ্লোবাল টেরোরিজম ইনডেক্সের তথ্য তুলে ধরে মনিরুল বলেন, ‘জঙ্গিবাদ নিয়ে কাজ করা সংগঠনটির সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী আমরা জঙ্গিবাদ বা উগ্রবাদ নির্মূলে অনেক এগিয়েছে। বর্তমানে বাংলাদেশের অবস্থান ৩১ আর মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান ২১। তাই বুঝা যাচ্ছে, আমরা কতটা এগিয়ে। তবুও বিশ্বের অনেক দেশের কাছে আমাদের দেশের নিরাপত্তা নিয়ে প্রশ্নবিদ্ধ হতে হয়।’

জঙ্গিবাদের শেকড় নির্মূল করা হবে জানিয়ে মনিরুল ইসলাম বলেন, ‘হলি আর্টিজান হামলার পরে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে গেছে। এরপরে আমরা এত পরিমাণ কাজ করেছি তবুও মাঝে মাঝে নিরাপত্তা নিয়ে প্রশ্ন শুনতে হয়। আমরা জঙ্গিবাদের শেকড় নির্মূলে কাজ করে যাচ্ছি।’

কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের বিশেষ প্রকল্পের উদ্যোগে ‘মনুষ্যত্বের জয়, উগ্রবাদের ক্ষয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা কলেজ ডিবেটিং ক্লাবের আয়োজনে তিন দিনব্যাপী একটি আন্তঃবিতর্ক প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। বিতর্ক অনুষ্ঠানে অংশ নিয়েছে প্রায় ৬০টি কলেজের শিক্ষার্থীরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *