নিজস্ব প্রতিবেদক : বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ই-রেজিস্ট্রেশন সম্পন্ন করার সময়সীমা বৃদ্ধি করেছে এনটিআরসিএ। বুধবার এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে- বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের আবেদনের প্রেক্ষিতে ২ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি পর্যন্ত নতুন সময় নির্ধারণ করা হয়েছে।
বর্ণিত সময়সীমার মধ্যে ই-রেজিস্ট্রেশন সংক্রান্ত কার্যক্রম সংশ্লিষ্ট উপজেলা যোগাযোগ করে সম্পন্ন করতে হবে এবং সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর রেজিস্ট্রেশন বৃদ্ধি সংক্রান্ত আর কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না।