চালের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে ভোক্তা-অধিকার কর্তৃক রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে অভিযান 

Uncategorized অনিয়ম-দুর্নীতি অপরাধ আইন ও আদালত জাতীয় ঢাকা প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন রাজধানী

নিজস্ব প্রতিবেদক  : চালের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর  রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট এলাকায় ভোজ্য তেলের বাজারে এবং বাবু বাজার এলাকায় চালের পাইকারি বাজারে বাজার তদারকি অভিযান পরিচালনা করে, এ তথ্য নিশ্চিত করেছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক (প্রশিক্ষণ ও প্রচার) আফরোজা রহমান।


বিজ্ঞাপন

আজ মঙ্গলবার  ৭ জানুয়ারি,  জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এর  নির্দেশনা অনুযায়ী ঢাকা মহানগরের মোহাম্মদপুর কৃষি মার্কেট এলাকায় ভোজ্য তেলের বাজারে এবং বাবু বাজার এলাকায় চালের পাইকারি বাজারে অধিদপ্তর কর্তৃক বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।


বিজ্ঞাপন

অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আব্দুল জব্বার মন্ডল,  শিকদার শাহীনুর আলম এবং মোঃ আব্দুস সালাম।

মোহাম্মদপুর কৃষি মার্কেট এলাকায় পরিচালিত অভিযানে দেখা যায়, আবে হায়াত এগ্রো ফুড এন্ড বেভারেজ লি. নীলফামারী, বাংলাদেশ প্রতিষ্ঠানের নামে ৫০০ মিঃলিঃ, ১ লিটার ও ৫ লিটার বোতলে সোয়াবিন তেল “এশিয়া” ব্র্যান্ড নাম দিয়ে সরকার কর্তৃক বেঁধে দেয়া সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য অপেক্ষা অধিক মূল্যে ১ লিটার ১৭৫ টাকার পরিবর্তে ১৮৫ টাকা দরে বিক্রয় করা হচ্ছে। বর্ণিত অপরাধের জন্য মোহাম্মদপুর কৃষি মার্কেটস্থ হেলাল জেনারেল স্টোরকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারা মোতাবেক ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও আগামী ৮ জানুয়ারি ২০২৫ সকাল ৯.৩০ ঘটিকায় অধিদপ্তরে শুনানিতে উপস্থিত হয়ে অননুমোদিত বোতলজাত সয়াবিন তেল সরবরাহ ও বিক্রয় করার অপরাধে কেন উক্ত প্রতিষ্ঠানের নামে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না সে বিষয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশনা প্রদান করা হয়।

অপরদিকে ঢাকা মহানগরের বাবু বাজার এলাকায় পরিচালিত বাজার অভিযানে চাউলের বস্তায় মিলগেট মূল্য না থাকা, স্টক রেজিস্ট্রার রক্ষণাবেক্ষণ না করা, ক্যাশ মেমো দেখাতে ব্যর্থ হওয়া ইত্যাদি অপরাধে রাজীব এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা আর্থিক জরিমানা আরোপ ও তাৎক্ষণিক আদায় করা হয়।

উল্লেখ্য, বর্ণিত বাজারে ৮০ টি পাইকারি ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে। বাজার কমিটির সাধারণ সম্পাদক  নিজাম উদ্দীনকে সঙ্গে চাউল ব্যবসায়ীদের নিয়ে তাৎক্ষণিক মতবিনিময় সভা করা হয়। সভায় আমনের ভরা মৌসুমে যৌক্তিক ও গ্রহণযোগ্যভাবে মুনাফা করে ব্যবসা পরিচালনা করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *