ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি, সরবরাহ সংকটের প্রেক্ষাপটে ভোক্তা অধিকার কর্তৃক সিটি গ্রুপ এর ভোজ্যতেল পরিশোধন কারখানা পরিদর্শন ও মতবিনিময় 

Uncategorized অর্থনীতি কর্পোরেট সংবাদ জাতীয় ঢাকা বানিজ্য বিশেষ প্রতিবেদন রাজধানী

নিজস্ব প্রতিবেদক  : ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি, সরবরাহ সংকটের প্রেক্ষাপটে আজ শনিবার  ১৮ জানুয়ারী,  সিটি গ্রুপ এর ভোজ্যতেল পরিশোধন কারখানা রুপগঞ্জ, নারায়ণগঞ্জে তাদের উৎপাদন কারখানা ও বোতলজাতকরণ কার্যক্রম পরিদর্শণ করা হয় এবং সিটি গ্রুপের উদ্ধর্তণ কর্মকর্তাদের সাথে মতবিনিময় করা হয়েছে, এ খবর নিশ্চিত করেছেন  জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক (প্রশিক্ষণ ও প্রচার) আফরোজা রহমান।


বিজ্ঞাপন

পরিদর্শনকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক জনাব মোহাম্মদ আলীম আখতার খান, ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ও সহকারী পরিচালক উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় সিটি গ্রুপের জিএম (এডমিন এন্ড অপারেশন) জনাব এম এ জলিল, জি এম আব্দুল লতিফ চৌধুরী, ডাইরেক্টর, জনাব বিশ্বজিৎ সাহা, অ্যাডভাইজার, অমিতাভ চক্রবর্তী ও ডাইরেক্টর (টেকনিক্যাল) সাইদ রফিকুর রহমান উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন

পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ এডিবল অয়েল, রুপগঞ্জ, নারায়ণগঞ্জ কারখানায় গিয়ে উর্ধ্বতন কর্মকর্তার কাউকে না পেয়ে পরিদর্শন করা সম্ভব হয় নি। আর যানজটের কারনে শবনম ভেজিটেবল অয়েল (টি কে গ্রুপ) পরিদর্শণ করা সম্ভব হয় নি।

অপরদিকে অধিদপ্তরের সম্মানিত পরিচালক (কার্যক্রম ও গবেষণাগার)  ফকির মুহাম্মদ মুনাওয়ার হোসেন এবং পরিচালক (অভিযোগ এ তদন্ত)  মোহাম্মদ আজিজুল ইসলাম  কর্তৃক মেঘনা ভেজিটেবল অয়েল পরিদর্শন করা হয়। পরিদর্শনকৃত সিটি গ্রুপ এর নিকট হতে বিগত এক মাসের ভোজ্যতেল আমদানী ও উৎপাদন তথ্য সংগ্রহ করা হয়।

তথ্য বিশ্লেষণ করে দেখা যায় সিটি গ্রুপ ১৮.০১.২৫ তারিখ পর্যন্ত মোট ১১,৯৩৮ টন পাম অয়েল আমদানী, ১২২৭২ টন উৎপাদন ও ১১১১২ টন ডেলিভারী করেছে। একই সময়ে মোট ২০০২৫ টন সয়াবিন তেল আমদানী, ৩৩৪৫২ টন উৎপাদন ও ২৯৪১৫ টন ডেলিভারী করেছে। ০১.০১.২৫ তারিখ হতে ১৭.০১.২৫ তারিখ পর্যন্ত মোট ১৭১৮০ টন সয়াবিন তেল ও ৩৭৯৬ টন পাম তেল ডেলিভারি করা হয়েছে।

পরিদর্শনকৃত মেঘনা গ্রুপের সোনারগাও সিড ক্রাশিং মিলস লি. এর নিকট হতে বিগত এক মাসের ভোজ্যতেল আমদানী ও উৎপাদন তথ্য সংগ্রহ করা হয়। তথ্য বিশ্লেষণ করে দেখা যায় মেঘনা গ্রুপ ডিসেম্বর মাসে মোট ৫০৫৯১টন সয়াবিন তেল আমদানী ও ৩৭৬১৮টন ডেলিভারী করেছে এবং ১৪৩০৭টন পরিশোধিত পাম তেল আমদানী ও ৮৮০৪টন ডেলিভারী করেছে। জানুয়ারী/২৫ মাসে মোট ৪০৫৮৯টন সয়াবিন আমদানী ও ২৪৪৯৭টন ডেলিভারী করা হয় এবং ৯৯৫৪টন পরিশোধিত পাম তেল আমদানী ও ৬৯৪২টন ডেলিভারী করেছে।

আসন্ন রমজানসহ সারাবছর সরবরাহ চেইনে ঘাটতি না হয় সে ব্যাপারে সিটি গ্রুপ ও মেঘনা গ্রুপকে অনুরোধ করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক পরিদর্শনের পরে সংশ্লিষ্ট উৎপাদক প্রতিষ্ঠানসমূহ ভোজ্যতেলের উৎপাদন ও সরবরাহ নিশ্চিত করতে এবং ভোজ্য তেলের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে আন্তরিকভাবে সহায়তা করবেন মর্মে আশ্বাস প্রদান করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *