রাজধানীর  বিভিন্ন এলাকায় মাদক অধিদপ্তরের অভিযান :   ৮০৭০ পিস ইয়াবাসহ ৮ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার 

Uncategorized অপরাধ আইন ও আদালত জাতীয় ঢাকা প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন রাজধানী

নিজস্ব প্রতিবেদক  : আজ বুধবার  ১৬  ফেব্রুয়ারি,  ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয় ঢাকা মহানগরের বিভিন্ন এলাকা মাদকবিরোধী অভিযান করে সহকারী পরিচালক এনায়েত হোসেন এর নেতৃত্বে মিরপুর, তেজগাঁও, রমনা, গুলশনা ও উত্তরা সার্কেলের একাধিক এনফোর্সমেন্ট টিম পৃথকভাবে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৮০৭০ পিস ইয়াবাসহ মাদক পাচার চক্রের ৮ (আট)জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।


বিজ্ঞাপন

উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আলামত হিসাবে ইয়াবা-৮০৭০ পিস এবং একটি  প্রাইভেট কার জব্দ করা হয়েছে।


বিজ্ঞাপন

গ্রেফতারকৃত আসামীদের নাম ও পরিচয় যথাক্রমে,  ফরিদ আলম (৩৩), পিতাঃ নুরম্নল আলম, থানাঃ টেকনাফ, জেলাঃ কক্সবাজার। মফিজ আলম (৩২), পিতাঃ বাদশা মিয়া থানাঃ টেকনাফ, জেলাঃ কক্সবাজার। মো: সারোয়ার জাহান পানু (৩৭), পিতা- মৃত হাতিম আলী হাওলাদার, থানা- খিলগাঁও, জেলা- ঢাকা। মো: হেলাল উদ্দীন (২৮), পিতা-মৃত. তাজার মুলস্নুক, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার। সালমান জাহান সবুজ (২৬), পিতা- মোঃ মিজান খলিফা, থানা- মোড়েলগঞ্জ, জেলা-বাগেরহাট। ফিরোজা বেগম (৩৮), স্বামী- সানাউলস্নাহ চিনু, থানা- যাত্রাবাড়ী, ডিএমপি, ঢাকা। তাইফ মাহমুদ প্রকাশ তন্ময় (২৪), পিতাঃ তোফায়েল হোসেন, থানা- ভাটারা, ডিএমপি, ঢাকা। এবং মোঃ শরীফ(২৫), পিতাঃ মৃতঃ আব্দুল কুদ্দুস মিয়া, থানা- ভাটারা, ডিএমপি, ঢাকা।


বিজ্ঞাপন

জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা কক্সবাজারের টেকনাফ থেকে পাচার করে ঢাকায় বিভিন্ন জায়গায় সরবরাহ করে। উপর্যুক্ত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরিদর্শক, তেঁজগাও, উপপরিদর্শক, মিরপুর, গুলশান,উত্তরা ও রমনা বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মোতাবেক সংশ্লিষ্ট থানায় ০৫(পাঁচ)টি মামলা দায়ের পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রোঃ কার্যালয় (উত্তর) কর্তৃক এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *