নিজস্ব প্রতিবেদক : প্রাণঘাতী নভেল করোনাভাইরাস শনাক্তের জন্য আরও বেশি নমুনা সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ। এছাড়া স্বাস্থ্যকর্মীদের প্রতিটি পর্যায়ে পিপিই দেয়া হবে বলে জানান তিনি।
শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বুলেটিনে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
আবুল কালাম আজাদ বলেন, ‘করোনার নমুনা সংগ্রহ আরও বাড়ানো হবে। প্রয়োজনে কমিউনিটি ক্লিনিক পর্যন্ত নমুনা সংগ্রহের পরিধি বাড়াবো। আর স্বাস্থ্যকর্মীদের প্রতিটি পর্যায়েও পিপিই দেয়া হবে।’
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আরও বলেন, ‘আমাদের যে ১৩ থেকে ১৪ হাজার কমিউনিটি ক্লিনিক আছে আগামী কয়েক দিনের মধ্যে সেখানে কাজ করা স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেব। তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের জন্য প্রয়োজনে সারা বাংলাদেশে স্বাস্থ্যকর্মীদের পিপিই সরবরাহ করব।’
এছাড়াও সরঞ্জাম থেকে শুরু করে সবকিছুই নজরে রয়েছে বলেও জানান তিনি।
স্বাস্থ্য বুলেটিনে জানানো হয়, দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়। এ নিয়ে দেশে সর্বমোট ৪৮২ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হলেন। এছাড়াও করোনায় একদিনে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও তিনজন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩০ জনে।