মোঃ সাইফুর রশিদ চৌধুরী : গোপালগঞ্জে গ্রাম পুলিশ সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার ১২ জুলাই সকাল থেকে জেলা শিল্পকলা একাডেমির হলরুমে এ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. গোলাম কবির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও যুগ্ম সচিব মুহম্মদ কামরুজ্জামান।

বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ড. রুহুল আমীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রকিবুল হাসান এবং আনসার ও ভিডিপি’র জেলা কমান্ডার মো. মজিবুল হক। আলোচনায় অতিথিবৃন্দ গ্রাম পুলিশের পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও নিষ্ঠার প্রশংসা করেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বলেন,“গ্রাম পুলিশ দেশের শিকড় পর্যায়ের নিরাপত্তা ও সেবার অন্যতম ভরসাস্থল।

তারা ইউনিয়ন পরিষদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সরকারি সম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। সরকার সবসময় গ্রাম পুলিশের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।”
সম্মেলনে জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ ও জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।