নিজস্ব প্রতিনিধি (সিলেট) : নিলাদ্রীর ট্রলারঘাটে থাকা হাউসবোটে পর্যটকদের নিকট মাদক বিক্রয়কালে বিদেশি মদের চালান সহ মোরসালিন নামে আরো এক পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে তার বিরুদ্ধে সুনামগঞ্জের তাহিরপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

মোরসালিন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সদরের সদর ইউনিয়নের রতনশ্রী গ্রামের মজিবুর রহমানের ছেলে।
আজ শনিবার সুনামগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) রাকিবুল হাসান রাসেল এ তথ্য নিশ্চিত করেন।

অতিরিক্ত পুলিশ সুপার জানান,তাহিরপুরথানাটেকেরঘাট অস্থায়ী পুলিশ ক্যাম্পের একটি টহল দল সঙ্গীয় অফিসার্স ফোর্স নিয়ে সময়ে সীমান্ত এলাকা টেকেরঘাটের নিলাদ্রীর ট্রলার ঘাট থেকে একটি বিদেশি মদের চালান জব্দ করে শুক্রবার দিবাগত মধ্যরাত।

ট্রলার ঘাটে হাউসবোটে থাকা পর্যটকদের নিকট মাদক বিক্রয়কালে পেশাদার মাদক কারবারি মোরসালিনকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পরান আখঞ্জি জানায়, টেকেরঘাট, লাকমা, বড়ছড়া সীমান্ত গ্রামের স্থানীয় মাদক কারবারিদের নিকট থেকে ক্রয় করে ফের টাঙ্গুয়ার হাওর কেন্দ্রীক টেকেরঘাট চুনাপাথর খনি প্রকল্পের পতিত কোয়ারি নিলাদ্রীতে মোটরসাইকেল-হাউসবোটে বেড়াতে আসা পর্যটকগণ, এলাকার মাদকসেবীদের নিকট অতিরিক্ত লাভ নিয়ে বিদেশি মদ,বিয়ার,ইয়াবা.গাঁজা বিক্রয় করে আসছিলো।