গোপালগঞ্জ জেলা কারাগার ও টুঙ্গিপাড়া থানার পক্ষ থেকে নতুন দুটি মামলা

Uncategorized অপরাধ আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

মোঃ সাইফুর রশিদ চৌধুরী  : গত ১৬ জুলাই গোপালগঞ্জ এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে সহিংসতার সময় গোপালগঞ্জ জেলা কারাগারে হামলা ও ভাঙচুরের ঘটনায় জেলা কারাগার কর্তৃপক্ষ এবং টুঙ্গিপাড়া থানার পক্ষ থেকে নতুন করে আরও দুটি মামলা দায়ের করা হয়েছে।


বিজ্ঞাপন

জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার তানিয়া জামান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন, যেখানে ১৬০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও এক হাজার জনকে আসামি করা হয়েছে।


বিজ্ঞাপন

(পেনালকোড ১৮৬০, মামলা নাম্বার ২১ তারিখ ২২ জুলাই ২০২৫ খ্রিঃ)  অন্যদিকে, মঙ্গলবার (২২ জুলাই) রাতে টুঙ্গিপাড়া থানার এসআই মনির হোসেন বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে আরেকটি মামলা করেন। এতে ৮২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০০ জনকে আসামি করা হয়েছে।


বিজ্ঞাপন

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান জানান, ১৬ জুলাই জেলা কারাগারে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে সংঘটিত হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের করা হয়।


বিজ্ঞাপন

এ পর্যন্ত এনসিপির ‘মার্চ ফর গোপালগঞ্জ’ কর্মসূচিকে কেন্দ্র করে মোট মামলার সংখ্যা দাঁড়িয়েছে ১০টি। এসব মামলায় মোট আসামির সংখ্যা ৯ হাজার ৮৪৬ জন, যার মধ্যে এখন পর্যন্ত ৩২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

টুঙ্গিপাড়া থানার ওসি মো. খোরশেদ আলম জানান, এনসিপির পদযাত্রা ও পথসভা ভণ্ডুল করতে ১৬ জুলাই টুঙ্গিপাড়ায় টায়ারে আগুন জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। এই ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *