গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় আরো ১ হত্যা মামলা  : মোট মামলার  সংখ্যা এখন ১২

Uncategorized অপরাধ আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

মোঃ সাইফুর রশিদ চৌধুরী  : গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে ১৬ জুলাই হামলা ও সংঘর্ষের ঘটনায় আরো একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ নিয়ে সদর থানায় ৫ টি হত্যা মামলা সহ মোট ১ ডজন মামলা দায়ের করা হলো।


বিজ্ঞাপন

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মো. সাজেদুর রহমান জানান, আজ শনিবার ২৬ জুলাই, ১৬ জুলাইয়ে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষে গুলিতে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় ১৮ জুলাই রাত পৌনে ২ টায় মারা যাওয়া রিকশা চালক রমজান মুন্সীর ভাই জামাল মুন্সী বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে গোপালগঞ্জ সদর থানায় এ হত্যা মামলাটি দায়ের করেন।


বিজ্ঞাপন

এ নিয়ে জেলার সদর, কাশিয়ানী, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া ও মকসুদপুর থানায় মোট ১ ডজন মামলা দায়ের করা হলো। এর মধ্যে হত্যা মামলা ৫টি, বিশেষ ক্ষমতা আইনে মামলা ১টি ও সন্ত্রাস দমন আইনে ৬টি মামলা রয়েছে। এসব মামলায় মোট ১০ হাজার ১৮৩ জনকে আসামি করা হয়েছে।


বিজ্ঞাপন

এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ৫ শতাধিক । গত ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ও সমাবেশকে ভন্ডুল করতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের শত-শত নেতাকর্মি হামলা চালায়।


বিজ্ঞাপন

পরে তারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। দিনভর চলা সংঘর্ষে ৫ জন নিহত ও পুলিশ সাংবাদিকসহ শতাধিক মানুষ আহত হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *