আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাটি ফেলে মহাশ্বশাণের জায়গা দখল করার অভিযোগ করেছে হিন্দু সম্প্রদায়। বৃহস্পতিবার পৌরশহরের সড়ক বাজার মুক্ত মঞ্চের সামনে মানববন্ধন করে এ অভিযোগ করা হয়। এলাকাবাসী ও হিন্দু সম্প্রদায়ের আয়োজনে মানববন্ধনে শতাধিক লোকজন অংশ নেয়। ৭ দিনের মধ্যে শ্বশাণের জায়গা দখলমুক্ত করার জন্য প্রশাসনকে আল্টিমেটাম দেওয়া হয়। প্রতিবাদের অংশ হিসেবে প্রতিবাদ সভা, স্মারকলিপি প্রদান আগামী ৭ দিনের বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়।

শান্তিবন মহাশ্বশনের প্রধান পুজারী আশীষ ভ্রম্যচারীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দিরের সভাপতি চন্দন ঘোষ, সাধারণ সম্পাদক অলক চক্রবর্তী, মহাশ^শানের সভাপতি হীরালাল সাহা, জেলা পুজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব প্রবীর চৌধুরী রিপন, জেলা হিন্দু মহাজোটের নির্বাহী সভাপতি এড. জয়নাল শীল, সাবেক পৌর কাউন্সিলর মন্তাজ মিয়া, প্রভাষক সুভাস দাস, পৌর যুবদলের আহবায়ক জাবেদ আহমেদ ভূইয়া প্রমুখ।
হিন্দু নেতারা অভিযোগ করে বলেন, গত ২০ আগষ্ট পৌরশহরের রাধানগর কলেজ পাড়ায় শ^শানের পাশে মাপঝোঁক করে খুঁটি দিয়ে লাল নিশান টানিয়ে দেয় উপজেলা প্রশাসন। প্রশাসন তখন আমাদেরকে বলেছিল তারা সরকারি জায়গা মাপঝোঁক করছে। কাউকে জায়গা বুঝিয়ে দিবে না। কিন্তু গত কয়েকদিন ধরে মুছা মিয়া নামে এক ব্যক্তি লাল নিশানের পাশে মাটি ফেলে শ^শানের জায়গায় দখল শুরু করেছে।

এ ব্যপারে অভিযুক্ত আবু মুছা ভূইয়া বলেন, আমি আমার নিজস্ব জায়গায় মাটি ভরাট করছি। শ্বশাণের জায়গা দখল করার অভিযোগ সত্য নয়।

আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার অতশী দর্শী চাকমা বলেন, আমরা সরকারি জায়গা মাপঝোঁক করে লাল নিশান দিয়েছি। এটা জেলা প্রশাসকের ১নং খাস খতিয়ানভূক্ত জায়গা।