নিজস্ব প্রতিবেদক : মালদ্বীপে কমনওয়েলথ হ্যান্ডবল এসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত ‘১ম কমনওয়েলথ পুরুষ বীচ হ্যান্ডবল চ্যাম্পিয়নশীপ-২০২৫’ প্রতিযোগিতায় বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার আজকের (১৯ সেপ্টেম্বর) খেলায় ভারত বীচ হ্যান্ডবল দলকে ০৭-০৩ গোলের ব্যবধানে হারিয়ে বাংলাদেশ বীচ হ্যান্ডবল দল জয়লাভ করেছে।

উল্লেখিত খেলায় বিজিবি’র হ্যান্ডবল দলের সিপাহী মোঃ খোকন মোল্লা, সিপাহী মোঃ আঃ রউফ, সিপাহী অনিক পারিয়াল এবং সিপাহী মোঃ নাহিদ আলী অংশগ্রহণ করে প্রত্যেকেই তাদের নৈপুণ্য প্রদর্শন করেছে। বর্ণিত ম্যাচে বিজিবির সিপাহী খোকন মোল্লা আবারও ম্যান অব দ্যা ম্যাচ হওয়ার গৌরব অর্জন করেছে।
এর আগে, গতকাল ১৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বাংলাদেশ বীচ হ্যান্ডবল দল তাদের প্রথম খেলায় সাউথ আফ্রিকাকে ৫৩-২৭ গোলের ব্যবধানে হারিয়ে জয়লাভ করেছিল। সে ম্যাচেও বিজিবির সিপাহী খোকন মোল্লা তার নৈপুণ্য প্রদর্শন করে ম্যান অব দ্যা ম্যাচ হওয়ার গৌরব অর্জন করে।

উল্লেখ্য, ১৮-২৪ সেপ্টেম্বর, পর্যন্ত মালদ্বীপে অনুষ্ঠিত ‘1st Commonwealth Men Senior Beach Handball Championship 2025’ প্রতিযোগিতায় বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, মালদ্বীপ ও সাউথ আফ্রিকাসহ সর্বমোট ০৬টি দল অংশগ্রহণ করছে।
