নিজস্ব প্রতিবেদক : ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিঃ পুনরায় ফ্যাসিস্ট আওয়ামী নেতৃত্বের কবলে পড়ে সর্বনাশের আশঙ্কা করছেন শেয়ার হোল্ডার হকার সদস্যগণ। তারা আরো জানান ফ্যাসিস্টের ওই সকল দোসররা সমিতির সর্বনাশ করার লক্ষ্যে অবৈধ হস্তক্ষেপ চালিয়ে নামে বেনামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করার পায়তারা করছে। এ কারণে সমিতির অর্থনৈতিক মেরুদন্ড দুর্বল হওয়া এবং সমিতির সঙ্গে ব্যবসায়িক অংশীজনদের মাঝে হতাশা বিরাজ করছে।

গত ফ্যাসিস্ট সরকারের আমলে ক্যাসিনো মান্নান সমিতি জবর দখলে নিয়ে এক যুগের বেশি সময় এই সমিতি কে কতিপয় চিহ্নিত আওয়ামী সন্ত্রাসীদের যোগসাজশে কুক্ষিগত করে রাখে ফলে সমিতির সাধারণ শেয়ার হোল্ডার হকার সদস্যরা তাদের দ্বারা বিতাড়িত হয়।
দীর্ঘ সময় ধরে সমিতিকে আওয়ামী করনের পাশাপাশি সমিতির ব্যবসায়িক আয়ে অর্জিত অর্থ শোষণ করে সমিতিকে সর্বনিম্ন পজিশনে নিয়ে যায়।

পরবর্তীতে গত ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার গণআন্দোলনে ঐতিহাসিক বিজয়ে আওয়ামী সন্ত্রাসীরা পলায়নের পর উক্ত সমিতির সাধারণ হকার সদস্যরা তাদের প্রতিষ্ঠান বুঝে নিয়ে সমিতির স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে থাকেন।

তারা সমিতির হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার প্রাণান্ত চেষ্টা অব্যাহত রাখেন। বিশেষ করে অত্র সমিতির হকার সদস্য ছারোয়ার হোসেন এবং মুমিনুল ইসলামের নেতৃত্বে সমিতির কার্যক্রমে স্বাভাবিক গতি ফিরে আসে।
এই সাফল্যে ঈর্ষান্বিত হয়ে পালিয়ে থাকা আওয়ামী সন্ত্রাসীরা বিশেষ করে ক্যাসিনো মান্নান ও তার সহযোগী ফ্যাসিস্টের দোসর যাত্রাবাড়ী থানার বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র হত্যা মামলার আসামি যাত্রাবাড়ী থানার আওয়ামীলীগ নেতা আবুল কালাম, অপর আসামি সাবেক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, কমলাপুর ইউনিট আওয়ামীলীগ নেতা গোলাম রসুল ব্রিটিশ, ঢাকা মহানগর উত্তর যুবলীগের উত্তরখান থানা নেতা দেলোয়ার হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের কাপ্তান বাজার ইউনিটের নেতা জাকির হোসেন, যাত্রাবাড়ী থানা যুবলীগ নেতা জয়নাল, ঢাকা মহানগর উত্তর আজমপুর ইউনিটির নেতা চিহ্নিত চাঁদাবাজ পারভেজ সহ আরো কতিপয় পালিয়ে যাওয়া নেতারা আবারো সমিতি দখলে নেয়ার জন্য সমিতির অভ্যন্তরের বাইরে নানারকম ভয়ভীতি সৃষ্টির উদ্দেশ্যে সংগঠিত হওয়ার চেষ্টা করছে।
এ কারণে সমিতির সাধারণ হকার সদস্যরা এক প্রকার ভীতিকর পরিবেশে স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে সমিতির কতিপয় হকার সদস্য ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরদের বিরুদ্ধে তদন্ত পুর্বক ব্যবস্থা গ্রহণ করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদয় হস্তক্ষেপ কামনা করেছেন