শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি : পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালি পর্যটন এলাকায় আল আকসা নামক পর্যটক বাহী লঞ্চে ভ্রমণ করতে আসা কার্মেল নওলীন (৫৭) নামের আইরিশ এক পর্যটকের আকস্মিক মৃত্যুর খবর পাওয়া গেছে। ২০ সেপ্টেম্বর সকাল সাড়ে দশটার দিকে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের এসিএফ রানা দেব বলেন, ঢাকা থেকে ভ্রমণ করতে আসা পর্যটক বাহী লঞ্চ আল আকসা ২০ সেপ্টেম্বর সকলে বেশ কয়েকজন পর্যটক নিয়ে সুন্দরবনের কচিখালী এলাকায় অবস্থান নেয়। সকাল সাড়ে দশটার দিকে ওই লঞ্চে থাকা আইরিস নাগরিক কার্মেল নওলীন হঠাৎ তার কক্ষে অসুস্থ হয়ে পড়েন।এসময় তার সঙ্গে থাকা সঙ্গীয়রা পর্যটকবাহী লঞ্চে থাকা ডাক্তারকে খবর দেয়। ডাক্তার এসে দেখেন তিন রুমের মধ্যেই মৃত্যুবরণ করেছেন। এতে ধারণা করা হচ্ছে তিনি হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মারা গেছেন।
খবর শুনে শরনখোলা পুলিশ, নৌপুলিশ ও বন বিভাগের বনরক্ষীদের একটি দল যৌথ উদ্যোগে ঘটনাস্থলে মৃতদেহ উদ্ধার করার জন্য রওনা হয়ে গেছেন। শরণখোলা রেঞ্জ কর্মকর্তা এসিএফ এফ আরো বলেন, সন্ধ্যা ছয়টা নাগাদ মৃতদেহ নিয়ে শরণখোলা স্টেশনে আসলে ওই মৃতদেহ শরণখোলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি আমাদের অবহিত করেন।

এ ব্যাপারে পূর্ব সুন্দরবনের বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রেজাউল করিম চৌধুরী বলেন বিষয়টি তিনি কচিখালী স্টেশনের কর্মকর্তাদের মাধ্যমে অবহিত হয়েছেন।

এব্যাপারে শরণখোলা থানা পুলিশ অফিসার ইনচার্জ মোঃ শহীদুল্লাহ বলেন তিনি বিষয়টি অবহিত হয়েছেন । মৃতদেহ উদ্ধার করার জন্য পুলিশ নৌ পুলিশ ঘটনার স্থলে প্রেরণ করা হয়েছে।