গাইবান্ধার গোবিন্দগঞ্জে অপহরনের ৫ ঘন্টা পর নদগের ডিএসও উদ্ধার

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন রংপুর সারাদেশ

আশরাফুজ্জামান সরকার, (গাইবান্ধা)  :  গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের রাজস এলাকা থেকে মোটরসাইকেল আরোহী এজেন্ট ব্যাংকিং নগদের ডিএসও জামিরুল ইসলামকে গতিরোধ করে মাইক্রোবাসে করে অপহরণ করা হয়।


বিজ্ঞাপন

অপহরনের ৫ ঘন্টা পর কালাই উপজেলার ক্ষেতলাল নিচিন্তপুর এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। অপহরণ করার পর থেকেই তাকে বেধড়ক মারপিট করা হয়েছে।

স্থানীয়রা জানায়,আজ ১৪ অক্টোবর মঙ্গলবার দুপুর ১২ টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের রাজস এলাকায় ওঁত পেতে থাকা একটি মাইক্রোবাস দিয়ে গতিরোধ করে নগদের ডিএসও জামিরুল ইসলামেকে মোটরসাইকেল থেকে নামিয়ে নিয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।


বিজ্ঞাপন

এসময় তার ব্যবহৃত মোটরসাইকেল ফেলে রেখে যায়। পরে খবর পেয়ে শাখাহার ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুর রউফ গ্রাম পুলিশ নিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করে পরিষদে নিয়ে যায়। পরে পুলিশ এসে মোরসাইকেলটি থানা হেফাজতে নিয়েছে বলে জানা যায়।


বিজ্ঞাপন

এদিকে নগদের ডিস্ট্রিবিউটর হাউজের লোকজন অনেক খোঁজাখুঁজি করে বিকাল ৪টার দিকে তাকে আহত অবস্থায় জয়পুরহাট জেলার কালাই ক্ষেতলাল নিচিন্তপুর একটি ফাঁকা স্থান থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। বর্তমানে আহত জামিরুল চিকিৎসাধীন রয়েছেন।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম বলেন, অপহরণকারীদের দ্রুত আটক করতে তৎপর রয়েছে থানা পুলিশ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *