নড়াইলে পুলিশ সদস্যসহ ৪জন করোনায় আক্রান্ত

সারাদেশ স্বাস্থ্য

মানছে না স্বাস্থ্যবিধি, অসচেতনতা ভাবেই চলাফেরা

 

মো: রফিকুল ইসলাম, নড়াইল: নড়াইলে পুলিশ সদস্যসহ ৪জন করোনায় আক্রান্ত মানছে না স্বাস্থ্যবিধি,অসচেতনতা ভাবেই যানবাহনে চলাফেরা করছে জ্ঞানহীন অসচেতন মানুষ।
নড়াইল জেলা পুলিশসহ ট্রাফিক পুলিশ সচেতনতা মুলক নির্দেশনা দিলেও মানছে না যানবাহনের সদস্যগণ ও জ্ঞানহীন অসচেতন জনগণ।
নড়াইলের মোড়েমোড়ে চলছে নড়াইল জেলা পুলিশের কড়া নজরদারী,মাস্ক না পরে বের হলেই আইনি ব্যবস্থা। সকলকে এমহামারী করোনা ভাইরাস থেকে বাচাতে ও স্বাস্থ্যবিধি মেনে চলতে দিনরাত নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন নড়াইল জেলা পুলিশের সকল সদস্যগণ।


বিজ্ঞাপন

ইতিমদ্ধেই বাংলাদেশের নেয় নড়াইলেও করোনায় আক্রান্ত হয়েছেন নড়াইলের হাইওয়ে পুলিশের এটিএসআই মিরাজুল,তুলারামপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পেই থাকতেন তিনি।
এদিকে,নড়াইলে নতুন করে হাইওয়ে পুলিশের এটিএসআইসহ ৪ জনের করোনায় শনাক্ত হয়েছে।
নড়াইলে গত ২৪ ঘন্টায় নতুন করে হাইওয়ে পুলিশের এক এটিএসআইসহ ৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডাঃ মোঃ আবদুল মোমেন।
তিনি বলেন,আক্রান্তদের মধ্যে নড়াইলের হাইওয়ে পুলিশের এটিএসআই মিরাজুল তুলারামপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পে থাকতেন।
তাকে নড়াইল ১২০ শয্যা বিশিষ্ট ডেডিকেটেড কোভিড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়া ক্যাম্পে অবস্থানকারি অন্য পুলিশ সদস্যদের ক্যাম্পেই আইসোলেশনে রাখা হয়েছে।
করোনা আক্রান্ত অপর তিনজন লোহাগড়া উপজেলার পারছাতড়া গ্রামের একই পরিবারের সদস্য বলেও জানান।