নিম্নমানের ও অ-অনুমোদিত পিপিই, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিক্রয় না করতে সর্তক

সারাদেশ

নিজস্ব প্রতিনিধি : ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশে বৃহস্পতিবার বালিয়াপুকুর, বোয়ালিয়া, রাজশাহী ৬ টি ফার্মেসীতে আনরেজিষ্ট্রার্ড/নকল ঔষধ বা ডিসইনফিক্টেন্ট, হ্যান্ড স্যানিটাইজার বিক্রয় প্রতিরোধে, সরকারি নির্ধারীত মূল্যে ঔষধ বিক্রয় ও ঔষধ বিক্রয়ে ক্যাশমেমো প্রদান বিষয়ে যাচাইমূলক পরিদর্শন করা হয়।পরিদর্শনকালে করোনা কোভিড-19 চিকিৎসায় ব্যবহৃত ঔষধ – প্যারাসিটামল, এন্টিহিষ্টামিন, ভিটামিন সি, এজিথ্রোমাইসিন, জিন্ক, মন্টিলোকাষ্ট, ডক্সিসাইক্লিন ও অক্সিজেন ইত্যাদি সহ সুরক্ষাসামগ্রী – হ্যান্ড স্যানিটাইজার,ডিসইফেটেন্ট ইত্যাদি সামগ্রী পর্যাপ্ত সরবরাহ সহ সরকার নির্ধারীত মূল্যে বিক্রয় হচ্ছে কিনা, কোন নকলপণ্য বিক্রয় হচ্ছে কিনা যাচাই করা হয়। ডেক্সামেথিসনসহ OTC ঔষধব্যাতীত অন্যান্য ঔষধ ব্যবস্থাপত্র ছাড়া বিক্রয় না করার জন্য নির্দেশ দেওয়া হয়। মাস্কপড়ে, সামাজিকদুরত্ব বজায় রেখে, স্বাস্থ্যবিধি মেনে ক্যাশমেমোতে ঔষধ বিক্রয় ও ক্রয়কৃত ঔষধের ইনভয়েস/ক্যাশমেমো সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়। নিম্নমানের ও অ-অনুমোদিত পিপিই, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিক্রয় না করার জন্য সর্তক করা হয়।


বিজ্ঞাপন