আজকের দেশ রিপোর্ট : বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মো. মহুবার (হাতিবান্ধা, লালমনিরহাট) নামক আসামীর/অভিযুক্তর নিকট থেকে সর্বমোট ৩০ বোতল কোডিন মিশ্রিত ফেনসিডিল উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), লালমনিরহাট টিম। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।