বিএসটিআইয়ের অভিযানে নকল প্রসাধনীর কারখানার ৬ জন আটক

অপরাধ রাজধানী স্বাস্থ্য

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পুরান ঢাকায় নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান চালিয়েছে ৬ জনকে আটক করেছে বিএসটিআই।
জানা গেছে, রাজধানীর মিটফোর্ড এলাকার বংশীবাজারের দ্বিগুবাড়ি লেনের একটি বাড়িতে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান চালিয়ে ৬ জনকে আটক করেছে বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত। আবাসিক বাড়ি কারখানার জন্য ভাড়া দেয়ার অভিযোগে বাড়ির মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়। নকল প্রসাধনী তৈরির দায়ে কারখানা থেকে আটক ৫ জনকে ২৫ হাজার করে জরিমানা করা হয়েছে। আর কারখানাটিতে প্যারাসুট হেয়ার অয়েল, ডাবর আমলা, কুমারিকা, কিউটসহ কয়েকটি ব্র্যান্ডের তেল তৈরি করা হতো।
অভিযানে প্রায় এক কোটি টাকার নকল মালামাল জব্দ করা হয়েছে। সয়াবিন, পাম তেল, প্যারাফিন মিলিয়ে তৈরি করা হতো এসব নকল পণ্য।


বিজ্ঞাপন