নইন আবু নাঈম : বাগেরহাটের শরণখোলায় উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে যুবলীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে উপজেলা যুবলীগের আহবায়ক ও রায়েন্দা ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিলনের সভাপতিত্বে উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক হাসানুজ্জামান জোমাদ্দারের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব এম সাইফুল ইসলাম খোকন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী রায়হান উদ্দিন আকন শান্ত।
কর্মীসভায় বক্তব্য রাখেন, যুবলীগের আহবায়ক কমিটির সদস্য শহিদুল ইসলাম খাঁন, ইমরান হোসেন রাজীব, রায়েন্দা ইউনিয়ন যুবলীগ সভাপতি মাসুম তালুকদার, ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শরীফ খাইরুল ইসলাম, ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান আসাদ প্রমূখ।
আওয়ামীলীগ প্রার্থী রায়হান উদ্দিন শান্ত বলেন, নৌকা আমার প্রতিক নয়, জননেত্রী শেখ হাসিনার প্রতিক, বাংলার গরীব দুঃখী মেহনতি মানুষের প্রতীক। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে যুলীগ নেতা-কর্মীদের প্রতি আহবান জানান।
যুবলীগের আহবায়ক আসাদুজ্জামান মিলন আসন্ন ২০ অক্টোবরের উপ- নির্বাচনে ভোট কেন্দ্র পাহাড়া দেওয়া ও ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে পৌছে দিতে দায়ীত্বশীল ভূমিকা পালনের আহবান জানান।