রাজশাহীর বাঘায় তদার‌কিমূলক অ‌ভিযান

রাজশাহী সারাদেশ

নিজস্ব প্রতিনিধি : অদ‌্য ১৪ অ‌ক্টোবর ২০২০‌খ্রি. তারিখে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপ‌রিচালক (অতিঃ সচিব) মহোদয়ের সার্বিক নির্দেশনায় রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ মাসুম আলী -এর নেতৃত্বে রাজশাহী জেলার বাঘা উপ‌জেলায় বাঘা বাজা‌রে এবং নারায়ণপুর বাজা‌রে তদার‌কিমূলক অ‌ভিযান প‌রিচালনা করা হয়। উক্ত তদার‌কি‌মূলক অ‌ভিযানে ভোক্তা-অ‌ধিকার বি‌রোধী বি‌ভিন্ন অপরা‌ধে ৩ টি ব‌্যবসা প্রতিষ্ঠান‌কে ৭,০০০/ জ‌রিমানা অা‌রোপ ও অাদায় করা হয়। তদার‌কি‌তে বি‌ভিন্ন প্রতিষ্ঠান‌কে মোড়কজাতকরণ বি‌ধি মে‌নে চলা, ‌নিরাপদ খাদ‌্য তৈরী ও বিক্রয় করা, অ‌বৈধ ও ক্ষ‌তিকর ঔষধ বা কস‌মে‌টিকস বিক্রয় না করা, স‌ঠিক দামে ও প‌রিমা‌পে পণ‌্য বিক্রয় করা,মূল‌্য তা‌লিকা প্রদর্শন করা, মেয়াদ উত্তীর্ণ পণ‌্য বিক্রয় না করা,ক্রয় রশিদ সংরক্ষণ করার নি‌র্দেশনা প্রদান করা হয় এবং ভোক্তা সাধারণ‌কে মাস্ক প‌রিধানসহ সামাজিক দূরত্ব বজায় রে‌খে কেনাকাটার অনুরোধ করা হয়। জনস্বার্থে এ কার্যক্রম চলমান থাকবে।


বিজ্ঞাপন