নিজস্ব প্রতিবেদক : মঙ্গলবার স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এর সম্মানিত সচিব মো. আবদুল মান্নান ঔষধ প্রশাসন অধিদপ্তর পরিদর্শন করেন । পরিদর্শন শেষে তিনি ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান এর সভাপতিত্বে অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভায় তিনি অধিদপ্তরের সকল কাজে গতিশীলতা বৃদ্ধিকল্পে কর্মকর্তাদের সততা ও দায়িত্বশীলতার উপর গুরুত্বারোপ করেন। তিনি বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানীর প্রস্তুতকৃত ঔষধের গুণগত মান যথাযথভাবে যাচাই ও লাইসেন্সবিহীন অবৈধ ফার্মেসিসমূহের বিষয়ে আইনগত ব্যবস্থাগ্রহণের জন্য পরামর্শ প্রদান করেন। এছাড়া তিনি মেয়াদোত্তীর্ণ ও নকল ঔষধ প্রস্তুতকারীদের বিরূদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহবান জানান। পাশাপাশি তিনি বেশী সংখ্যক ঔষধ কোম্পানী যেন ঔষধ রপ্তানীতে সক্ষমতা অর্জন করতে পারে, সেবিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করার পরামর্শ প্রদান করেন।