মহামারীতে ক্লাস: চট্টগ্রামে দুই কোচিং সেন্টারকে জরিমানা

চট্টগ্রাম শিক্ষাঙ্গন

চট্টগ্রাম ব্যুরো : স্বাস্থ্যবিধি না মেনে ক্লাস চালু রাখায় চট্টগ্রাম নগরীর দুটি কোচিং সেন্টারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বুধবার নগরীর চকবাজার এলাকায় এই অভিযান পরিচালনা করেন।


বিজ্ঞাপন

অভিযানে ওরাকল কোচিং সেন্টারকে ১০ হাজার টাকা এবং বিসিএস হেল্প লাইনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।


বিজ্ঞাপন

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারুক সাংবাদিকদের বলেন, করোনাভাইরাস মহামারীর কারণে সরকারি-বেসরকারি সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। কিন্তু কিছু কোচিং সেন্টার সেই আদেশ না মেনে ক্লাস নিচ্ছে।

“এ কারণে তাদের অর্থদণ্ড দিয়ে কোচিং সেন্টার বন্ধ রাখতে বলা হয়েছে।”


নিষেধ না মেনে চকবাজারসহ নগরীর বিভিন্ন এলাকায় কোচিং সেন্টার খোলা রাখার তথ্য আছে জেলা প্রশাসনের কাছে।
বুধবার অভিযান শুরুর পর সেই খবর পেয়ে চকবাজার এলাকার কয়েকটি কোচিং সেন্টারের লোকজন অফিস-ক্লাস বন্ধ করে সরে যায়।

এভাবে নিয়ম ভেঙে কেউ যাতে কোচিং সেন্টার চালু রাখতে না পারে, সেজন্যে জেলা প্রশাসন নিয়মিত অভিযান চালাবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারুক।