নিজস্ব প্রতিনিধি : রাজশাহী জেলার বাগমারা থানার মামলা নং ১৩(২)১৯ ধারা ৪৫৭/৩৮০ দঃবিঃ থানা পুলিশ তদন্ত শেষে চুড়ান্ত রিপোর্ট দাখিল করলে বিজ্ঞ আদালত মামলাটি সিআইডি রাজশাহীকে তদন্তের আদেশ প্রদান করেন। আই ও মামলার ঘটনাস্থল থেকে প্রাপ্ত সিসিটিভির ফুটেজ সিআইডির ফটোগ্রাফি শাখা হতে পরীক্ষা করে কিছু অস্পষ্ট ছবি পান। উক্ত ছবি এস, এস, রাজশাহীর নির্দেশ মোতাবেক বাগমারা থানায় চৌকিদারি প্যারেডে গিয়ে চৌকিদারদের মাধ্যমে কিছু তথ্য পাওয়া যায়। অস্পষ্ট ছবি চোর সান্টু ও রনির বলে তদন্তে সনাক্ত করেন । আসামি সান্টু@সানোয়ার (২৩) পিতা নাসির উদ্দীন সাং আবিদ্ধ পাড়া থানা মান্দা জেলা নওগাঁকে হাজতে থাকা অবস্থায় বিজ্ঞ আদালতের আদেশে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদে সে ঘটনার কথা স্বীকার করে। তার দেওয়া তথ্য অনুযায়ী অপর আসামি মইনুল @রনির নারায়ণগঞ্জ শহরের ফতুল্লা থানার দেওভোগ আশিকনগর হাজী শুক্কুর আলীর ভাড়া বাসা হতে চোরাই তিনটি পুরাতন চার্জার ব্যাটারী ১টি চার্জার কন্ট্রোলার, তালা কাটার সহ অন্যান্য ঘর ও তালা ভাঙ্গার যন্ত্র উদ্ধার করা হয়। আসামি সান্টু অদ্য বিজ্ঞ আদালতে কাঃ বিঃ ১৬৪ ধারায় স্বীকারোক্তি মুলক জবানবন্দি প্রদান করেছে।