নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান

অপরাধ আইন ও আদালত

নিজস্ব প্রতিনিধি : রোববার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোবাশ্বের আলম এর নেতৃত্বে পুরান ঢাকার সিদ্দিক বাজার এলাকায় অবস্হিত “বরিশাল মুসলিম হোটেল ” এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে রেস্টুরেন্টটির রান্নাঘরে খাবার প্রস্তুত ও সংরক্ষণে অব্যবস্থাপনা পরিলক্ষিত হয় এবং রেস্টুরেন্ট কর্তৃপক্ষ রেস্টুরেন্ট পরিচালনার জন্য যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত সকল কর্মচারীর স্বাস্হ্য সনদ, ক্রয় বিক্রয় চালান বা রশিদ, পেস্ট কন্ট্রোল প্রমাণকসহ আনুষঙ্গিক কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়ায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর বিধান অনুযায়ী ১,০০,০০০ (এক লক্ষ) টাকা জরিমানা করা হয়। এসময় বরিশাল মুসলিম হোটেল কর্তৃপক্ষকে খাদ্যদ্রব্য উৎপাদনে নিরাপদ খাদ্য আইনের সংশ্লিষ্ট বিধি অনুযায়ী পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা ও করোনাকালীন স্বাস্হ্যবিধি নিশ্চিতকরণে প্রয়োজনীয় দিকনির্দেশনা সংবলিত পোস্টার প্রদান করা হয়। অভিযানকালে সংশ্লিষ্ট নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ মিজানুর রহমান সিকদার এবং পুলিশ সদস্যবৃন্দ উপস্হিত ছিলেন।


বিজ্ঞাপন

ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে ‘‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’’ অনুযায়ী ২টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা ও ৫ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)। ঢাকা মহানগরীর তেজগাঁও এলাকায় স্কোয়াড অভিযানের মাধ্যমে মামলা এবং নারায়ণগঞ্জ জেলার কাঁচপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়।


বিজ্ঞাপন

ঢাকা মহানগরীর তেজগাঁও এলাকার হকার্স মার্কেটে স্কোয়াড অভিযান পরিচালনা করে মেসার্স হাজী জেনারেল স্টোর এর বউ জামাই ব্রান্ডের চানাচুর পণ্যের মোড়কে সুস্পষ্টভাবে বাংলা ভাষায় উৎপাদন তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ, নেট ওজন উল্লেখ না থাকায় এবং পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ না থাকায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

এছাড়াও গত বুধবার নারায়ণগঞ্জ জেলার কাঁচপুর বিসিক এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মেসার্স এপসন ফুডস এর কারখানায় ব্যবহৃত ডিজিটাল স্কেলের ভেরিফিকেশন সনদ গ্রহণ না করে ব্যবহার করায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

নারায়ণগঞ্জ ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সোনারগাঁ উপজেলার নির্বাহী অফিসার মো: আতিকুল ইসলাম এর নেতৃত্বে বিএসটিআই’র পরিদর্শক মো: ইনজামামুল হক এবং স্কোয়াড অভিযানে বিএসটিআই’র সহকারী পরিচালক মোহাম্মদ লিয়াকত হোসেন এর নেতৃত্বে ঊর্ধ্বতন পরীক্ষক মো: রাকিবুল আলম, পরিদর্শক মোঃ বিল্লাল হোসেন ও মো: আল হাসনাত অংশগ্রহণ করেন।