নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান

অপরাধ

 

নিজস্ব প্রতিবেদক : আজ ২১/১২/২০২০ খ্রি: তারিখে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোবাশ্বের আলম এর নেতৃত্বে ঢাকা মহানগরীর ফকিরেরপুল দৈনিক বাংলা মোড় এলাকায় অবস্হিত “ মারলিন রেস্তোরাঁ ” তে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে রেস্টুরেন্টটিতে খাবার উৎপাদনে অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতা পরিলক্ষিত হয় এবং আইনের অধীন নির্ধারিত পদ্ধতিতে মোড়কীকরণ, চিহ্নিতকরণ, লেবেল সংযোজন, মেয়াদোত্তীর্ণের তারিখ ও উৎস সনাক্তকরণ ব্যতিরেকে খাবার উৎপাদন ও বিক্রয়ের কারণে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর বিধান অনুযায়ী রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত লেবেলবিহীন অস্বাস্থ্যকর সব খাদ্যদ্রব্য ও উপকরণসমূহ জনসম্মুখে ধ্বংস করা হয়। এসময় মারলিন রেস্তোরাঁ কর্তৃপক্ষকে খাদ্যদ্রব্য উৎপাদনে নিরাপদ খাদ্য আইনের সংশ্লিষ্ট বিধি অনুযায়ী পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা ও করোনাকালীন স্বাস্হ্যবিধি নিশ্চিতকরণে প্রয়োজনীয় দিকনির্দেশনা সংবলিত পোস্টার প্রদান করা হয়। অভিযানকালে নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ মিজানুর রহমান সিকদার এবং ব্যাটালিয়ন আনসার সদস্যবৃন্দ উপস্হিত ছিলেন।


বিজ্ঞাপন