মুস্তাফিজুর রহমান : অস্তিত্ব সংকটে এই মায়াবী মুখগুলো, নিশ্চিত মাথাগোঁজার ঠাই নেই এদের, ভাসমান অবস্থায় নিরাপত্তাহীনতা এদের নিত্য সঙ্গী, দুমুঠো অন্নের জন্য অন্যের মুখাপেক্ষী হতে হয় নিয়মিত। সর্বোপরি মৌলিক চাহিদা মিটিয়ে পরম মমতায় আগলে রাখার মতো অভিভাবকও হয়তো কারোকারো নেই, তবুও মুখে নিখাদ আর নিস্পাপ হাসিতে প্রফুল্ল ওরা। সুখের প্রকৃত সংজ্ঞা ওদের মুখাবয়বে দৃষ্টি দিলে সহজেই অনুমেয়।
আমার মনে হয় এমন প্রাণচাঞ্চল্য হাসি আমরা অনেকেই কোনদিন হাসতে পারিনি। কারণ আমাদের প্রত্যাশা আর চাহিদার পাল্লটা ভীষন ভারী, যা ওদের মধ্যে নেই। একটু ডাষ্টবিনের উচ্ছিষ্ট পচা খাবার পেলেই ওরা তৃপ্ত।
ওরাই আমাদের চেয়ে সুখী এবং নির্ভেজাল মানুষ।
পরম মমতা আর ভালবাসা ওই নিস্পাপ সুখী সন্তানদের জন্য।
সময় ও সুযোগ পেলে ওদের পাশে দাড়ানোর প্রজ্ঞায় এগিয়ে যাওয়া উচিত।