ফেন্সিডিলসহ ৫ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহী

নিজস্ব প্রতিনিধি : গোয়েন্দা তথ্যের ভিত্তিতে RAB-5, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল গত ২২ ডিসেম্বর ২০২০ তারিখ রাত্রী ১১ টা ৪৫ মিনিটে রাজশাহী মহানগর কাশিয়াডাঙ্গা থানাধীন রহমান ফিলিং ষ্টেশন এলাকায় চেকপোষ্ট পরিচালনা করে।


বিজ্ঞাপন

উক্ত অভিযানে, ৬৩১ বোতল ফেন্সিডিল (মূল্য আনুমানিক ৬ লক্ষ ৩১ হাজার টাকা), ০৫ টি মোবাইল ফোন, ০৬ টি সীমকার্ড, নগদ ৪,০০০/-টাকা, ০১ টি ট্রাক, ট্রাকের কাগজপত্র সহ শীর্ষ মাদক ব্যবসায়ী ১। ড্রাইভার মোঃ শফিকুল ইসলাম (৪০), পিতা-মোঃ মোত্তাজুল ইসলাম, সাং-রাজারামপুর অচিনপাড়া, থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর ২। মোঃ মশিউর রহমান সোহান (২৪), পিতা-মোঃ গোলাম মোস্তফা, সাং-কয়ালারদিয়ার ৩। মো। আখতারুজ্জামান @ শাহিন (২৩), পিতা-মোঃ মোত্তালিব হোসেন, সাং-তেররশিয়া, উভয় থানা-শিবগঞ্জ, সর্ব জেলা-চাঁপাইনবাবগঞ্জকে গ্রেফতার করেন।


বিজ্ঞাপন

অপর এক অভিযানে, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল ২৩ ডিসেম্বর ২০২০ ইং তারিখ আনুমানিক রাএী ১২:৪০ ঘটিকায় চাঁপাইনবাগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন কানসাট বাজার হতে খাসের হাট বাজার গামী বিনোদপুর ইউনিয়নের মাস্তান বাজারস্থ পাইকড় গাছের নিচে জনৈক মোঃ খাইরুল ইসলামের ফার্নিচারের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে।

অভিযানে, আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল- ৩৬১ বোতল, মোবাইল সেট-০৩টি, সিম কার্ড-০৩ টি এবং মেমোরী কার্ড-০১ টি সহ ১। মোঃ রাহাত আলী (১৮), পিতা-মোঃ জেন্টু মিয়া, মাতা- মোছাঃ মনোয়ারা বেগম, ২। মোঃ একরামলু হক (২৭), পিতা-মোঃ তোজাম্মেল হক, উভয় সাং-তেলকুপি, ইউপি-শাহবাজপুর, থানা-শিবগঞ্জ ও জেলা-চাঁপাইনবাবগঞ্জদ্বয়’কে হাতেনাতে গ্রেফতার করা হয়। ধৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। RAB-কে তথ্য দিয়ে সহায়তা করুন। মাদককে না বলুন।