চট্টগ্রামে মাদক ও মাইক্রোবাসসহ আটক ২

চট্টগ্রাম

নিজস্ব প্রতিনিধি : র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী মাইক্রোবাস যোগে বিপুল পরিমান মাদকদ্রব্য নিয়ে কুমিল্লা হতে কক্সবাজারের দিকে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে গত ২৪ ডিসেম্বর ২০২০ ইং তারিখ ১৪৩০ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানাধীন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হাজী রাস্তার মাথায় চুনতি এলাকায় একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। এসময় র‌্যাবের চেকপোস্টের দিকে আসা একটি মাইক্রোবাসের গতিবিধি সন্দেহজনক মনে হলে র‌্যাব সদস্যরা মাইক্রোবাসটিকে থামানোর সংকেত দিলে মাইক্রোবাসটি র‌্যাবের চেকপোস্টের সামনে না থামিয়ে দ্রুত পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ধাওয়া করে আসামি চালক ১। আনোয়ার হোসেন @ কালু ড্রাইভার (৪০), পিতা মৃত- আবু বক্কর, মাতা- মমতাজ, সাং- দক্ষিন লোটনী (কালু ড্রাইভার বাড়ি), ৩নং ওয়ার্ড, কাকরা ইউনিয়ন, থানা- চকরিয়া, জেলা- কক্সবাজার, ২। আনসারুল ইসলাম (৩০) পিতা- মৃত কবির আহম্মেদ, মাতা- রেজিয়া বেগম, সাং- পূর্ব বড় বেওলা (নাছির আহম্মেদ এর বাড়ী), ৭ নং ওয়ার্ড, পোঃ আহছানিয়া মিশন, থানা- চকরিয়া, জেলা- কক্সবাজারদের’কে আটক করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিদের ব্যাপক জিজ্ঞাসাবাদ তাদের দেখানো ও সনাক্তমতে মাইক্রোবাসের ভিতরে পিছনের সীটের উপর ০৩ টি বস্তায় সুকৌশলে লুকানো অবস্থায় ৭৯১ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ আসামিদের’কে গ্রেফতার করা হয় এবং উক্ত মাইক্রোবাস (চট্ট-মেট্রো-চ-১১-৩৩৩৯) জব্দ করা হয়।


বিজ্ঞাপন

গ্রেফতারকৃত আসামি এবং উদ্বারকৃত মালামাল সংক্রান্তে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।


বিজ্ঞাপন