নিজস্ব প্রতিনিধি : ২৪/১২/২০২০ খ্রিস্টাব্দ তারিখ, “দি এশিয়া ফাউন্ডেশন” এর অর্থায়নে আইডিয়া কর্তৃক বাস্তবায়িত “পিস” প্রকল্পের আওতায় “আস্ক ইউর লোকাল পুলিশ” প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। হোটেল সুপ্রিম এ আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতয়ালি মডেল থানার সহকারী পুলিশ কমশিনার সামছুদ্দিন সালেহ আহমদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি এশিয়া ফাউন্ডেশন এর প্রোগ্রাম অফিসার মোঃ হামিদুল হক, ১৭নং ওর্য়াড কাউন্সিলর রাশেদ আহমদ, ১৬নং ওর্য়াড কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ, কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোহাম্মদ ইয়াছিন এবং সাব-ইন্সপেক্টর মোঃ আতিকুর রহমান। কর্মশালাাটি সঞ্চালনায় ছিলেন আইডিয়া পিস প্রকল্পের প্রকল্প কো-অর্ডিনেটর সূদীপ্ত চৌধুরী। কর্মশালাটি বাস্তবায়নে সার্বিক ভূমিকায় ছিলেন ট্রেনিং এন্ড প্রোগ্রাম অফিসার রোজিনা চৌধুরী এবং সহযোগীতায় ছিলেন উপজেলা ফ্যাসিলিটেটর নাসরিন আক্তার নীলা।
