বিদেশি মদ-ফেনসিডিলসহ রিংকু গ্রেফতার

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : ফেনীতে র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ ও ফেনসিডিলসহ রিংকু নামের একজনকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার (১ জানুয়ারি) চালানো অভিযানে তাকে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন

এ বিষয়ে ফেনীস্থ র‍্যাব-৭-এর ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক জুনায়েদ জাহেদী জানান, শহরের পুরাতন পুলিশ কোয়ার্টার এলাকায় শিউলি গার্ডেনের ষষ্ঠতলার ২৫নং ইউনিট থেকে বিভিন্ন প্রকারের ৮৬ বোতল বিদেশি মদ ও ৬১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ সময় গ্রেফতার করা হয় রিংকু নামের মাদক কারবারিকে। তিনি ফেনী সদর উপজেলার মোহাম্মদ আলী এলাকার নুরুল আমিনের ছেলে।


বিজ্ঞাপন

ওই ভবনের বাসিন্দারা জানান, রিংকু গত দু’দিন আগে ভাড়াটিয়া হিসেবে ওই বাসায় ওঠেন।

র‍্যাবের জিজ্ঞাসাবাদে তিনি জানান, দীর্ঘদিন ধরে মাদক পাচারের সঙ্গে জড়িত তিনি। মোহাম্মদ আলী বাজারে ওষুধের ব্যবসার আড়ালে এ ব্যবসা করেন বলে জানান।

আটক রিংকুর বিরুদ্ধে ফেনী মডেল থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে হস্তান্তর করা হবে বলে জানান জুনায়েদ জাহেদী।