বাংলাদেশ প্রেস কাউন্সিল দিবস পালিত

জাতীয় রাজধানী

নিজস্ব প্রতিবেদক : ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ প্রেস কাউন্সিল দিবস উপলক্ষ্যে বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে আলোচনা সভা ও শুভেচ্ছা বিনিময়ে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মো. শাহ আলমের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্মুদ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান এমপি, তথ্য সচিব খাজা মিয়া, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য মোজাফর হোসেন পল্টু ও ইকবাল সোবহান চৌধুরী। এসময়ে অন্যান্যদের মধ্যে জাতীয় গণমাধ্যম ইনইস্টিটিউট এর ব্যবস্থাপনা পরিচালক শাহিন ইসলাম, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন, বাংলদেশ প্রেস কাউন্সিলের সদস্য আব্দুল মজিদ ও সীমা আক্তার উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের প্যানেল চেয়ারম্যান ও সদস্য অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি তথ্য মন্ত্রী ড. হাসান মাহ্মুদ এমপি বলেন, সংবাদ পত্রের স্বাধীনতা রক্ষা করতে গিয়ে অন্যের স্বাধীনতা যাতে খর্ব না হয় সে দিকে লক্ষ রাখতে হবে। সাংবাদিকদের সকল ক্ষেত্রে সংবাদ পরিবেশনের সময় দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানের ২য় পর্বে বিভিন্ন সাংবাদিক সংগঠন তথ্য মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এদের মধ্যে রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ), তেজগাঁও প্রেস ক্লাব, বাংলাদেশ প্রেস ক্লাব ও এফবিজেও অন্যতম।


বিজ্ঞাপন