চট্টগ্রাম কারাগার হতে পলাতক রুবেল নরসিংদীর চরাঞ্চল হতে গ্রেফতার

অপরাধ চট্টগ্রাম

নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার এর হাজতী মোঃ ফরহাদ হোসেন প্রকাশ রুবেল(২০)কে সিএমপি’র সদরঘাট থানার মামলা নং-০৩(০২)২০২১ইং, ধারা-৩০২ দঃ বিঃ সংক্রান্তে সদরঘাট থানা পুলিশ গ্রেফতার করে বুধবার বিজ্ঞ আদালতে প্রেরণ করে। তাকে ঐ দিনই বিজ্ঞ আদালত হতে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে অভ্যন্তরে কর্ণফুলী ভবন এর ৫ম তলার ১৫নং ওয়ার্ডে অন্যান্য হাজতী ও কয়েদীদের সাথে হাজতী মোঃ ফরহাদ হোসেন প্রকাশ রুবেল কারাগারে যথারীতি বন্দী ছিল। ইং ০৬/০৩/২০২১ তারিখ ভোর অনুমান ০৬.৩০ ঘটিকার সময় হাজতি ও কয়েদীদের গনণা করতে গিয়ে হাজতীকে খুঁজে না পাওয়ায় কারারক্ষি/২২৮৮৭ নাজিম উদ্দিন কে জিজ্ঞাসাবাদে সে জানায় উক্ত হাজতি ভোর ০৫.১৫ ঘটিকায় ওয়ার্ড হতে বাহির হয়েছে। ঐ সময় কর্ণফুলী ভবন এর দায়িত্বরত সহকারী প্রধান করারক্ষী/২১৫৬৫ ইউনুছ মিয়া এর নিকট হাজতি নং-২৫৪৭/২১ মোঃ ফরহাদ হোসেন প্রকাশ রুবেল সম্পর্কে জানতে চাইলে তিনিও জানান যে, উক্ত হাজতি ভোর ০৫.১৫ ঘটিকার সময় ওয়ার্ড হইতে বাহিরে গিয়েছিল। পরবর্তীতে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সম্ভাব্য সকল স্থানে ব্যাপক খোজাখুজি করেও হাজতী মোঃ ফরহাদ হোসেন প্রকাশ রুবেল কে না পাওয়ায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ কোতোয়ালী থানার সাধারণ ডায়েরী নং-৪১৭, তাং-০৬/০৩/২০২১ইং দায়ের করেন। বর্ণিত হাজতী আইনানুগভাবে আটক অবস্থা হতে পলায়ন করে দঃ বিঃ ২২৪ ধারার অপরাধ করায় জনাব মোঃ রফিকুল ইসলাম, জেলার, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার, থানায় এজাহার দায়ের করলে বর্ণিত ধারায় তার বিরুদ্ধে কোতোয়ালী থানার মামলা নং-২৩, তাং/০৬/০৩/২০২১, ধারা-২২৪ দঃ বিঃ রুজু হয়।


বিজ্ঞাপন

এর প্রেক্ষিতে সালেহ্ মোহাম্মদ তানভীর, পিপিএম, পুলিশ কমিশনার, সিএমপি, চট্টগ্রাম মহোদয়ের নির্দেশনায় পলাশ কান্তি নাথ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এর তত্ত্বাবধানে সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালী জোন), সিএমপি, চট্টগ্রাম নোবেল চাকমার নেতৃত্বে মোহাম্মদ নেজাম উদ্দীন, পিপিএম, অফিসার ইনচার্জ কোতোয়ালী থানা সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় মোঃ ফরহাদ হোসেন প্রকাশ রুবেল (২০) কে গ্রেফতারের লক্ষ্যে অভিযান পরিচালনা করে। পরিশেষে তাকে নরসিংদী জেলার আদিয়াবাদ শেরপুর কান্দাপাড়া চরাঞ্চল এলাকায় অভিযান পরিচালনা করে ইং ০৯/০৩/২০২১ তারিখ সকাল অনুমান ০৭.৫৫ ঘটিকায় গ্রেফতার করে এবং ইং ০৯/০৩/২০২১ তারিখ চট্টগ্রামে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।


বিজ্ঞাপন