বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস্’র ফাইনাল অনুষ্ঠিত

সারাদেশ

নিজস্ব প্রতিনিধি : বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস্ ২০২০ এর খুলনা বিভাগীয় পর্যায়ের কাবাডি প্রতিযোগিতার ফাইনাল খেলা যশোর বাদশাহ ফয়সল ইসলামী ইন্সটিটিউট (কেন্দ্রীয় ঈদগাহ ময়দান) এ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে শেষ হয়েছে।


বিজ্ঞাপন

কাবাডি বাংলাদেশের একটি জাতীয় খেলা। এক সময় খেলাটি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ব্যাপক জনপ্রিয় ছিল। সময়ের পরিক্রমায় এ খেলাটির জনপ্রিয়তা এখন হারাতে বসেছে। এ খেলাটি গ্রাম বাংলার একটি ঐতিহ্যবাহী খেলা এবং খেলাটির সাথে বাংলাদেশের মাটি ও মানুষের নিবিড় সম্পর্ক আছে।


বিজ্ঞাপন

খেলাটির জনপ্রিয়তা এবং হৃত গৌরব ফিরিয়ে আনার লক্ষে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের আয়োজনে বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস্ ২০২০ এর খুলনা বিভাগীয় পর্যায়ের কাবাডি প্রতিযোগিতার দুইটি (যশোর জেলা পুরুষ বনাম খুলনা জেলা পুরুষ ও যশোর জেলা মহিলা বনাম নড়াইল জেলা মহিলা) ফাইনাল খেলা যশোর জেলা ক্রীড়া সংস্থা ও যশোর জেলা পুলিশের যৌথ ব্যবস্থাপনায় এবং সিটি প্লাজা যশোরের পৃষ্ঠপোষকতায় ১০/০৩/২০২১ খ্রিঃ ১৫.০০ ঘটিকায় বাদশাহ ফয়সল ইসলামী ইন্সটিটিউট (কেন্দ্রীয় ঈদগাহ ময়দান) এ অনুষ্ঠিত হয়েছে।

উক্ত ফাইনাল খেলা এবং সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম-বার, পিপিএম, পুলিশ সুপার, যশোর।

ফাইনাল খেলা শেষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব ইয়াকুব কবীর, সাধারণ সম্পাদক, যশোর জেলা ক্রীড়া সংস্থা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এস এম ইয়াকুব আলী, চেয়ারম্যান, সিটি প্লাজা, যশোর, জনাব আহসান কবির বাবু, সাধারণ সম্পাদক, প্রেসক্লাব যশোর, পুলিশ সুপার, সিআইডি, যশোর, পুলিশ সুপার খুলনা এর প্রতিনিধি, পুলিশ সুপার, নড়াইল এর প্রতিনিধি সহ অন্যান্য ব্যক্তিবর্গ।

এছাড়াও ফাইনাল খেলায় যশোর জেলা পুলিশ, যশোরের অন্যান্য পুলিশ ইউনিটের উর্ধতন কর্মকর্তাগন এবং যশোর জেলায় ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ সহ সাধারণ দর্শকগন উপস্থিত ছিলেন।
ফাইনাল খেলায় খুলনা জেলা পুরুষ কাবাডি দল ও নড়াইল জেলা মহিলা কাবাডি দল চ্যাম্পিয়ন হয়।

খেলার ফলাফল যশোর জেলা পুরুষ দল বনাম খুলনা জেল পুরুষ দলঃ ২১-৪৮ এবং যশোর জেলা মহিলা দল বনাম নড়াইল জেলা মহিলা দলঃ ২২-৩৪।

খেলা শেষে অতিথিগন চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল সহ অন্যান্য খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন।