স্বস্থি নিয়ে এলো এক পশলা বৃষ্টি

জাতীয় জীবন-যাপন

নিজস্ব প্রতিবেদক : বসন্তের বিকেল। হঠাৎ এক পশলা বৃষ্টি। এযেনো নিয়ে এলো অন্যরকম এক স্বস্থি। মৃদু ঝড়ের সাথে রাজধানীবাসীকে ভিজিয়ে দিয়ে গেলো মুহুর্তের মধ্যে। শনিবার বিকেল পৌনে ৫ টায় শুরু হয়ে ১৫-২০ মিনিটের মতো স্থায়ী ছিলো এ বৃষ্টি।
আগেই অবশ্য বৃষ্টির পূর্বাভাস দিয়েছিলো আবহাওয়া অফিস। শনিবার সাড়ে ৪টার দিকে আবহাওয়া অফিস জানায়, ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ, বরিশাল ও মাদারীপুর অঞ্চলে দমকা অথবা ঝড়োহাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়োহাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আগামী তিনদিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।


বিজ্ঞাপন